নারী ফুটবলারদের লক্ষ্য অনূর্ধ্ব-১৮ শিরোপা ধরে রাখা
সাফ অনূর্ধ্ব-১৮ নারীদের ফুটবলের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ভুটানে অনুষ্ঠিত সেই আসরে ফাইনালে বাংলাদেশ ১-০ গোলে হারিয়েছিল নেপালকে। এবার ভারতের জামসেদপুরে বসতে যাচ্ছে দ্বিতীয় আসর। তিন জাতির এই আসরে শিরোপা ধরে রেখে ট্রফি নিয়ে দেশে ফিরতে চায় বাংলাদেশ দল। এমনটিই জানিয়েছেন অধিনায়ক শামসুন্নাহার। আজ বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা ট্রফি আনতেই যাব।’
কয়েক মাস ঘরে মাঠে ভারতকে ১-০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ আসর জিতেছিল বাংলাদেশ। বয়সের কারণে সেই দলের মারিয়া, তহুরা, মার্জিয়াসগ ১০ জনই নেই এই দলে। দলে নতুন মুখ ৫ জন। শামসুন্নাহার বলেন, ‘তিন দল শক্তিশালী, আমরাও শক্তিশালী। মাঠে যারা সেরা তারাই সেরা হবে। দেশবাসীর কাছে দোয়া চাই।’ শামসুন্নাহার এই দলকে নেতৃত্ব দেওয়ার আগে অনুর্ধ্ব-১৫ দলকেও নেৃতত্ব দিয়েছিলেন। তিনি বলেন, ‘অনূর্ধ্ব-১৫ অধিনায়ক ছিলাম আমি। সেই দলের অনেকে আছে এই দলে।
বয়স ভিত্তিক এই দলকে যিনি বিনে সুতার মালায় গেঁথেছেন সেই কোচ গোলাম রব্বানি ছোটন প্রস্তুতি আরেকটি ভালো কিছু করার প্রত্যয়ে। তিনি বলেন, ‘এই টুর্নামেন্টের জন্য আমরা জানুয়ারি থেকে অনুশীলন করছি। শারীরিক, মানসিক, ট্যাকটিক্যালি সব দিক থেকে আমরা প্রস্তুত। তিন দলই শক্তিতে সমান। তাই আমাদের জন্য শিরোপা জেতাটা চ্যালেঞ্জিং। সবাই নিজের সেরাটা দিতে পারলে ফলাফল ভালো হবে।’ আজ বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অধিনায়ক ও কোচ ছাড়া উপস্থিত ছিলেন ছিলেন মহিলা উইংয়ের প্রো-চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, দলনেতা জাকির হোসেন চৌধুরী, পৃষ্ঠপোষক ঢাকা ব্যাংকের কর্মকর্তা এখলাসুর রহমান।
তিন দল খেলবে লিগ পদ্ধতিতে। পয়েন্ট টেবিলের শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন। পয়েন্ট সমান হলে হেড টু হেড বিবেচনা করা হবে। বাংলাদেশ দল ভারত রওয়ানা হবে আগামীকাল ১২ মার্চ।
এমপি/