নতুন চুক্তির তিন ফরম্যাটেই সাকিব
বিসিবির কথার সঙ্গে কাজের মিল নেই। শারীরিক ও মানসিক অবসাদের জন্য দক্ষিণ আফ্রিকা সফরে না যাওয়ার ইচ্ছে পরিপ্রেক্ষিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন সাকিবকে লিখিত দিতে। কিন্তু তার আগেই বিসিবি সাকিবকে ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রাম দিয়েছে। সাকিবের মুখের কথাই যেন যথেষ্ট। তারপর বলা হয়েছিল সাকিব দুবাই থেকে ফিরে আসার পর তার সঙ্গে বসে পরিকল্পনা জানতে পাওয়া হবে। সাকিবের সঙ্গে বসা হবে শুক্রবার (সম্ভাব্য) কিন্তু এখানেও বিসিবি সে পর্যন্ত অপেক্ষা করেনি। তাকে তিন ফরম্যাটে রেখেই ২০২২ সালের কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে। নতুন চুক্তিতে ২১ জন ক্রিকেটারকে রাখা হয়েছে।
তিন ফরম্যাটেই সাকিবের মতো আছেন মুশফিকুর রহিম, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল আছেন টেস্টেও। তার সঙ্গে আরো আছেন মেহেদি হাসান মিরাজ। শুধু টেস্টে আছেন অধিনায়ক মুমিনুল হক, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন চৌধুরী, সাদমান ইসলাম, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদুল হাসান জয়। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুব। শুধু টি-টোয়েন্টিতে আছেন কাজী নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও নাঈম শেখ।
আগের চুক্তি থেকে বাদ পড়েছেন ৫ ক্রিকেটার। তারা হলেন, মোহাম্মদ সাইফউদ্দিন, সাইফ হাসান, সৌম্য সরকার, আবু জায়েদ চৌধুরী রাহী ও শামীম হোসেন পাটোয়ারি। সাইফউদ্দিন ছিলেন ওয়ানডে ও টি-টোয়েন্টিতে, সাইফ হাসান ও আবু জায়েদ রাহী টেস্ট এবং সৌম্য সরকার ও শামীম হোসেন পাটোয়ারি ছিলেন টি-টোয়েন্টিতে। নতুন করে চুক্তিতে ডুকেছেন মাহমুদুল হাসান জয় ও ইয়াসির আলী চৌধুরী। চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত।
এমপি