ক্ষুব্ধ প্রতিক্রিয়া ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামানের
মোহামেডানের হয়েও খেলতে পারবেন না সাকিব!
সাকিবকে ৩০ এপ্রিল পর্যন্ত বিসিবি বিশ্রাম দিয়েছে। এই সময়ে সাকিব কোনো ধরনের ক্রিকেট খেলতে পারবেন না। না আর্ন্তজাতিক, না ঘরোয়া। সাকিবকে এই বিশ্রাম দেওয়া হয়েছে তার চাওয়ার পরিপ্রেক্ষিতেই। তবে সাকিব চাওয়ার চেয়ে বিশ্রামটা বেশিই পেয়েছেন।
তিনি চেয়েছিলেন দক্ষিণ আফ্রিকা সফরে না যেতে। বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফর শেষ হবে ১২ এপ্রিল। অন্যদিকে, সাকিব চেয়েছিলেন দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে না খেলে টেস্ট সিরিজও খেলতে পারেন। কিন্তু বিসিবি তাকে সব ফরম্যাটেই বিশ্রাম দিয়েছে। তার অর্থ তিনি কোনো ফরম্যাটেই খেলতে পারবেন না। এমন কি ঘরোয়া ক্রিকেটেও। এর ফলে তিনি ১৫ মার্চ শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগের একটি ম্যাচও খেলতে পারবেন না। সাকিবের দল ছিল মোহামেডান। গতবারও তিনি এই ক্লাবে খেলেছিলেন।
এবার তাকে রেখে দেওয়ার পাশাপাশি মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজের মতো ক্রিকেটারদের নিয়ে তারকা সমৃদ্ধ দল গড়ে। অধিনায়ক করা হয় মুশফিকুর রহিমকে। দক্ষিণ আফ্রিকা সফরে শেষে দেশে ফিরে এসে জাতীয় দলের ক্রিকেটাররা মোহামেডানের হয়ে লিগ খেলবেন। কিন্তু সাাকিব খেলতে পারবেন না। এমন কি তিনি মোহোমেডানের হয়ে একটি ম্যাচেও মাঠে নামতে পারবেন না। কারণ লিগ শেষ হবে এপ্রিলের শেষ সপ্তাহের দিকে।
সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন ঢাকাপ্রকাশকে বলেন, আমরা ১৫ মার্চ লিগ শুরু করবো। প্রতিদিন তিনটি ভেন্যুতে খেলা হবে। পরপর দুইদিন খেলার পর থাকবে বিরতি। কয়দিন বিরতি থাকবে তা আমরা এখনো ঠিক করিনি। আমরা লিগ শেষ করকো এপ্রিলের শেষ সপ্তাহের দিকে।’
এদিকে সাকিব মোহামেডানের হয়ে লিগ খেলতে পারবেন না বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান। গতবার লিগ শেষ হওয়ার পরপরই তারা সাকিবকে ধরে রেখে নতুন করে ঢেলে সাজিয়েছিলেন দল। এখন সাকিব একটিও ম্যাচ খেলতে না পারাতে তাদের সব পরিকল্পনা ভেস্তে গেছে। মোহামেডানকে ক্ষতিগ্রস্ত করার জন্যই সাকিব না চাওয়ার পরও বিসিবি তাকে বেশি বিশ্রাম দিয়েছে বলে জানান মাসুদুজ্জামান।
ঢাকাপ্রকাশকে তিনি বলেন, ‘এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি। সাকিব চেয়েছেন দক্ষিণ আফ্রিকা সফর পর্যন্ত না খেলতে। বিসিবি তাকে দিয়ে দিল এপ্রিল পর্যন্ত। এর ফলে তিনি আমাদের হয়ে লিগে কোনো খেলাই খেলতে পারবেন না। এতে করে মোাহমেডান ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। অথচ এই লিগের জন্য ক্রিকেট প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। বিসিবি এ রকম সিদ্ধান্ত নিয়েছে লিগে মোহামেডানকে দুর্বল করে দেওয়ার জন্য। তা না’হলে সাকিবকে এপ্রিল পর্যন্ত বিশ্রাম কেন দেওয়া হলো?’
এমপি/এমএমএ/আরএ/