এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রামে সাকিব
সাকিব চেয়েছিলেন দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছুটি। আবার বলেছিলেন টেস্ট সিরিজ খেলবেন। কিন্তু বিসিবি তাকে এপ্রিল পর্যন্ত বিশ্রাম দিয়েছে। এর ফলে সাকিব দক্ষিণ আফ্রিকা সিরিজের পাশাপাশি ঘরের মাঠে প্রিমিয়ার ক্রিকেট লিগে মোহোমেডানের হয়েও খেলতে পারবেন না।
বুধবার (৯ মার্চ) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ধানমন্ডি কার্যালয়ে বোর্ডের কয়েকজন পরিচালককে নিয়ে বৈঠকে বসে এই সিদ্ধান্ত গ্রহণ করেন।
সভা শেষে সাংবাদিকদের বিস্তারিত জানাতে উপস্থিত ছিলেন ক্রিকেট অপারশেনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
সাকিবের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে জালাল ইউনুস ফোনে দুবাইতে সাকিবের সঙ্গে কথা বলেন। সেখানে সাকিবের সর্বশেষ অবস্থান জানতে চাওয়া হয়। সাকিব তার আগের সিদ্ধান্তের কথাই জানান। জালাল ইউনুস ফোনে কথা বলার আগে মঙ্গলবার বিসিবি সভাপতিও তার সঙ্গে কথা বলেছিলেন বলে জানা গেছে।
জালাল ইউনুস বলেন, ‘দুই দিন হয়ে যাওয়ায় আজ ওকে (সাকিব) কল করেছিলাম। ও বলল, আমি এখনো মনে করি মানসিক ও শারীরিকভাবে আমি আনফিট টু প্লে ক্রিকেট। সেজন্য দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চাচ্ছে না। মাননীয় বোর্ড সভাপতির সাথে আমি বসেছিলাম। সিইও ও আরও কয়েকজন বোর্ড পরিচালকও ছিলেন।
সাকিবের ব্যক্তিগত চাওয়ার কথা চিন্তা করে আমরা একটা সিদ্ধান্ত দিয়েছি। যেহেতু বলছে সে মানসিক ও শারীরিকভাবে আনফিট, তাকে বিশ্রাম দেওয়া দরকার। আমরা তাকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দিতে সম্মতি দিয়েছি।
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দল ৩ ম্যাচের ওয়ানডে ও ২ টেস্টের সিরিজ খেলবে। সিরিজ শুরু হবে ১৮ মার্চ ওয়ানডে ম্যাচ দিয়ে। বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকা রওয়ানা হবে ১১ মার্চ। এরপর মে মাসে ঘরের মাঠে খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ। সেই সিরিজ খেলবে কি না তা জানতে সাকিব দেশে ফিরে আসার পর বিসিবির পরিচালকরা তার সঙ্গে বৈঠকে বসবেন।
দুবাই থেকে সাকিব আগামীকাল দেশ ফিরবেন। এরপর শুক্রবার ১১ মার্চ তার সঙ্গে বসবেন বিসিবি পরিচালকরা। সেখানে তারা সাকিবের কাছে তার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইবেন।
উল্লেখ সাকিব দুবাই যাওয়ার আগে রবিবার রাতে বিমানবন্দরে সাংবাদিকদের জানিয়েছিলেন তিনি শারীরিক ও মানসিকভাবে খেলার জন্য ফিট না। তাই দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চাচ্ছেন না। এ নিয়ে পরের দিন সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে জানিয়েছিলেন এভাবে চলতে দেওয়া যায় না। তিনি পাল্টা প্রশ্ন করেছিলেন আইপিএলে দল পেলে সাকিব কি একই কথা বলত।
মঙ্গলবার বিসিবি পরিচালক ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ আরো কড়া ভাষায় বলেছিলেন সাকিবের ভালো না লাগেলে এই ফরম্যাটে থেকে অবসর নেওয়া উচিত।
সেখানে বিসিবির ৩০ এপ্রিল পর্যন্ত সাকিবকে বিশ্রাম দিয়ে সাকিবের অন্যায় আবদারের কাছে নতি স্বীকারই করল বিসিবি!
এমপি/এমএমএ/