শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫ | ১৮ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ইংল্যান্ডের প্রতিরোধ ভেঙে অস্ট্রেলিয়ার জয়

একেই বলে তিন কাঠির খেলা ক্রিকেট। কখন যে রং বদলাবে কেউ বলতে পারবে না। এ রং বদলের কারণে ম্যাচের চিত্রও সম্পূর্ণ বদলে যায়। এ যেমন ব্রিসবেনের গ্যাব্বায় অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের অ্যাসেজ সিরিজের প্রথম টেস্ট। এমনিতে প্রথম দিন থেকে নো-বল বিতর্ক জড়িয়ে আছে। তারপর ব্যাট-বলের লড়াই বেশ জমে উঠেছিল। সেই লড়াইয়ের শেষ হয়েছে চতুর্থ দিন। আর ৯ উইকেটে ম্যাচ জিতে শেষ হাসি হেসেছে অস্ট্রেলিয়া।

কিন্তু তৃতীয় দিন শেষে ম্যাচের যে চিত্র ছিল, তাতে কিন্তু চতুর্থ দিন খেলা শেষ হয়ে যাওয়ার কোনো আলামত ছিল না। সেখানে ছিল ইংল্যান্ডের প্রতিরোধের ডাক। প্রথম ইনিংসে ২৭৮ রানে পিছিয়ে থেকে ব্যাকফুটে ছিল তারা। সেখানে দ্বিতীয় ইনিংসে প্রয়োজন ছিল ব্যাট হাতে শক্ত অবস্থানে দলকে নিয়ে যাওয়া। সেই কাজটি ভালোভাবেই করেছিলেন দলপতি জো রুট ও ডেবিড মালান।

দুইজনে তৃতীয় উইকেট জুটিতে ১৫৯ রান করে অবিচ্ছিন্ন থেকে দিন শেষ করেছিলেন। হাতে ৮ উইকেট। ক্রিজে রুট ৮৬ ও মালান ৮০ রানে অপরাজিত। এ অবস্থায় স্বাভাবিক কারণেই চতুর্থদিন ইংল্যান্ডের হওয়ার কথা। সেঞ্চুরির কাছাকাছি থাকা দুই ব্যাটসম্যানই তিন অংকের ম্যাজিক ফিগারে ছোঁয়ার অপেক্ষায়।

কিন্তু কোথায় কী? দুইজনের কেউ সেঞ্চুরি পাননি। ইনিংসও বেশি দূর যেতে পারেনি। এমনকি ৩০০ রানের গণ্ডিও পার হতে পারেনি। মাত্র ৭৭ রান যোগ করতেই লাঞ্চের আগেই ২৯৭ রানে শেষ হয়ে যায় ইনিংস। প্রথম ইনিংসে করেছিল ১৪৭ রান। ফলে এগিয়ে থাকে মাত্র ১৯ রানে। সেই রান টপকে যেতে লাঞ্চের পর ব্যাট করতে নেমে স্বাগতিকদের হারাতে হয়েছে মাত্র ১ উইকেট।

ম্যাচের চিত্র এ রকম বদলে ফেলার কারিগর অফ স্পিনার নাথান লিয়ন। ৪ উইকেট তুলে নেন তিনি। স্বাগতিকদের জন্য ‘হুমকি’ হয়ে ওঠা রুট-মালান জুটি ভাঙতে দিনের শুরুতে মোটেই সময় নেননি প্রথম ইনিংসে উইকেট শূন্য থাকা নাথান লিয়ন। মাত্র ২ রান যোগ করেই তিনি মালানকে ড্রেসিং রুমের পথ দেখান। আর এ উইকেট ছিল তার মাইলফলকের উইকেট। খেলতে নেমে ছিলেন ৩৯৯ উইকেট নিয়ে। রুট ছিলেন তার ৪০০তম শিকার। তার এ উইকেট নিয়েই তিনি প্রথম অস্ট্রেলিয় অফ স্পিনার হিসেবে ঢুকে পড়েন ইতিহাসের পাতায়।

দলপতি রুটও বেশি সময় টিকতে পারেননি। তাকে মালানের পথ দেখান পেসার ক্যামেরুন গ্রিন। তিনি যোগ করেন মাত্র ৩ রান। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যানকে দিনের শুরুতেই ফিরিয়ে দিয়ে স্বাগতিক দলের বোলাররা আরো বেশি করে উজ্জীবিত হয়ে ওঠেন। বিপরীতে ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারে মনোবল নড়চড় করে দেয়। যে উইকেটে রুট-মালান কাঁঠালের আঠার মতো লেগেছিলেন, তাদের বিদায়ের পর ব্যাটারদের অবস্থান হয়ে ওঠে কচু পাতার পানি। শুরু হয় ব্যাটসম্যানদের আসা-যাওয়া। ৬৮ রানে বিদায় নেন বাকি ৬ ব্যাটসম্যান। জস বাটলার করেন ২৩ রান। নাথান লায়ন ৯১ রানে নেন ৪ উইকেট। ক্যামেরুন গ্রিন ২৩ ও পেট কামিন্স ৫১ রানে ২টি করে উইকেট।

জয়ের জন্য ৪৫ রানের লক্ষে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয় নিয়মিত ওপেনার ডেবিড ওয়ার্নারের পরবর্তী অভিষিক্ত উইকেটকিপার ব্যাটসম্যান অ্যালেক্স হ্যারিকে (৯) গোড়াপত্তন করতে পাঠায়। দলীয় ১৬ রানে তাকেই হারায়। রবিনসের বলে উইকেটের পেছনে ক্যাচ ধরেন জস বাটলার। মারানাস লাবুশান জুটি বাঁধলেও কোনো রান করতে হয়নি। ৫ ওভার ১ বলে তারা পৌঁছে যায় লক্ষে।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করেছিল ৪২৫ রান। প্রথম ইনিংসে ১৫২ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন ট্র্যাভিস হেড। অস্ট্রেলিয়ার এ জয়ে অ্যালেক্স ক্যারির জন্যও স্মরণীয় হয়ে থাকবে। অভিষেকেই তিনি ৮টি ক্যাচ ধরে বিশ্ব রেকর্ড গড়েছেন। প্রথম ইনিংসে তিনটি ক্যাচ ধরার পর দ্বিতীয় ইনিংসে ধরেন ৫টি। অ্যাসেজ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৬ ডিসেম্বর অ্যাডিলেডে।

এমপি/এসএন

 

Header Ad
Header Ad

রাজধানীতে তিন বছরের মেয়েকে হত্যা, মা আটক

খিলগাঁওয়ে চার বছরের মেয়েকে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ে আয়না নুর ইসলাম নামে চার বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে মা তাসনিয়া চৌধুরীর বিরুদ্ধে। এ ঘটনায় মাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আহত অবস্থায় ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিশুটির নাম আয়না নূর ইসলাম। তাঁর মা খিলগাঁও থানা হেফাজতে রয়েছেন। ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের মর্গে।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) গুলজার রহমান বলেন, শিশুটির মা-বাবার মধ্যে বিরোধ রয়েছে। তাঁরা আলাদা থাকেন। শিশুটির মায়ের ছয় মাসের আরেকটি সন্তান রয়েছে। তিনি দুই সন্তানকে নিয়ে দক্ষিণ বনশ্রী এলাকায় থাকতেন।

অভিযুক্ত নারীর স্বামীর বরাতে এ পুলিশ কর্মকর্তা জানান, শুক্রবার দিবাগত রাতে স্বামী আতিকুল ইসলামের কাছে টাকা চায় স্ত্রী তাসনিয়া চৌধুরী এবং সে তার স্বামীর কাছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় যেতে চায়। তাসনিয়া চৌধুরী তখন নেশাগ্রস্ত অবস্থায় ছিল। তখন তার স্বামী আতিকুল ইসলাম এত রাতে তাকে আসতে নিষেধ করেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বড় মেয়ে আয়না নুর ইসলামকে গুরুতর আঘাত করে তাসনিয়া এবং সে অচেতন অবস্থায় ফ্লোরে পড়ে থাকে। এ সময় পাঁচ মাসের ছেলেকেও সে আঘাত করে। পরে সকালে ঘুম থেকে উঠে দেখে তার মেয়ে অচেতন অবস্থায় পড়ে আছে।

পরে তাকে ঢাকা শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে শুক্রবার রাতে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তিনি আরও বলেন, এ ঘটনায় ঘাতক তাসনিয়া চৌধুরী আটক রয়েছেন। তার স্বামী আতিকুল ইসলাম বাদী হয়ে খিলগাঁও থানায় একটি এজাহার দায়ের করেছেন। এ ঘটনায় তাসনিয়া চৌধুরীর সঙ্গে আর কেউ জড়িত ছিল কি না, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তবে ওই নারী কি ধরনের মাদক সেবন করতেন, সে বিষয়টি প্রাথমিকভাবে জানাতে পারেননি তিনি। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান।

Header Ad
Header Ad

রংপুরে ঘন কুয়াশায় ৬ গাড়ির সংঘর্ষ, আহত ২৫

ছবি: সংগৃহীত

রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুরের গড়ের মাথা মোড়ে ঘন কুয়াশার কারণে ৬টি যানবাহনের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে দুটি যাত্রীবাহী বাস, একটি ট্রাক, একটি পিকআপ ও একটি কাভার্ডভ্যান ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় সূত্র ও হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঘন কুয়াশার কারণে যানবাহনগুলোর চালকরা দৃষ্টিসীমা হারিয়ে ফেলেন এবং একের পর এক সংঘর্ষ ঘটে। এতে কয়েকটি বাসের সামনের গ্লাস ভেঙে যায় এবং বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বড়দরগা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তিনি আরও বলেন, মহাসড়কের বিভিন্ন স্থানে ঘন কুয়াশার কারণে ছোট ছোট দুর্ঘটনা ঘটছে। এ অবস্থায় চালকদের হেডলাইট জ্বালিয়ে ধীরে এবং সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।

Header Ad
Header Ad

ক্রিকেটার এনামুল হক বিজয়ের দেশত‍্যাগে নিষেধাজ্ঞা

ক্রিকেটার এনামুল হক বিজয়। ছবি: সংগৃহীত

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) বিতর্ক  যেনও পিছু ছাড়ছেনা। এবার এনামুল হক বিজয়কে ঘিরে স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। তাই আপাতত তাকে দেশত‍্যাগের অনুমতি না দেওয়ার বিষয়টি ইমিগ্রেশনকে জানানো হয়েছে।

এবারের বিপিএলে শুরু থেকেই স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। অভিযোগ এখনো প্রমাণিত না হলেও বিসিবির দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে দুর্বার রাজশাহীর ক্রিকেটার এনামুল হককে যেন দেশ ছাড়তে না দেওয়া হয়।
এ ব‍্যাপারে সংশ্লিষ্ট বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে ‘মিস্টার এনামুল হকের ব‍্যাপারে ইমিগ্রেশন বিভাগকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। সে মতে ব‍্যবস্থা গ্রহণও করা হয়েছে।

 দুর্বার রাজশাহীর ক্রিকেটার এনামুল হক বিজয়। ছবি: সংগৃহীত

এ ব‍্যবস্থা অবশ‍্য আপৎকালীন। দুর্নীতি দমন বিভাগের তদন্তে দোষী প্রমাণিত না হলে এনামুলের দেশত‍্যাগের ওপর সতর্কতা তুলে নেওয়া হবে।

উল্লেখ্য, মৌসুমের শুরুতে দুর্বার রাজশাহীর অধিনায়ক ছিলেন এনামুল। পরে তাকে সরিয়ে তাসকিন আহমেদকে অধিনায়ক ঘোষণা করে রাজশাহী।

এনামুল একা নন, রাজশাহীর একাধিক ক্রিকেটারকে ঘিরে স্পট ফিক্সিংয়ের অভিযোগ আছে। আবার রাজশাহী ছাড়া আরো অন্তত তিনটি দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ওপর নজরদারি করছে দুর্নীতি দমন বিভাগ।

 

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

রাজধানীতে তিন বছরের মেয়েকে হত্যা, মা আটক
রংপুরে ঘন কুয়াশায় ৬ গাড়ির সংঘর্ষ, আহত ২৫
ক্রিকেটার এনামুল হক বিজয়ের দেশত‍্যাগে নিষেধাজ্ঞা
গান গাইতে গাইতেই মঞ্চে লুটিয়ে পড়েন সাবিনা ইয়াসমিন
আজ একুশে বইমেলা শুরু
যুক্তরাষ্ট্রে রোগী বহনকারী বিমান বিধ্বস্ত, শিশুসহ ৬ জনের মৃত্যুর আশঙ্কা
বিয়ের দিনক্ষণ ঠিক, হবু স্ত্রীকে নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় চিকিৎসক নিহত
শুরু হলো বাঙালির প্রেরণা ও গৌরবের ভাষার মাস
কোরআনের হাফেজাকে বিয়ে করলেন সারজিস
জ্বালানি তেলের দাম লিটারে এক টাকা বৃদ্ধি
চুয়াডাঙ্গার জীবননগরে সড়কে ডাকাতি, চালককে কুপিয়ে জখম
কুবি শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় ৫ জনের নামে মামলা
মিয়ানমারে ছয় মাসের জন্য বাড়ানো হলো জরুরি অবস্থার মেয়াদ
চট্টগ্রামে খাল খননের নামে দুর্নীতি, বিপুল অর্থ লুটপাটের অভিযোগ
নির্বাচনের আগেই পতিত স্বৈরাচারের বিচার নিশ্চিত করতে হবে : ছাত্রশিবির সেক্রেটারি
বিয়ে করলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম
টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা সজিবুল হুদা সিজু গ্রেফতার
বেনাপোল চেকপোস্টে যাত্রীশূন্যতা, রাজস্ব হারাচ্ছে সরকার
বিশ্ব ইজতেমায় এক মুসল্লির মৃত্যু
ক্রিকেট বিশ্লেষক দেব চৌধুরীর ইসলাম গ্রহণ