টেস্ট দলে মিঠুন ও রাজা!
নিউ জিল্যান্ডের মাটিতে নিউ জিল্যান্ডকে হারানোর পর এবার দক্ষিণ আফ্রিকার মাটিতেও বাংলাদেশ দল ভালো করতে চায়। আগের যে কোনো বারের তুলনায় এবারের প্রস্তুতি ব্যাপক। রাখা হচ্ছে না কোনো রকমের ঘাটতি। আফগানিস্তানের বিপক্ষে যখন ক্রিকেটাররা ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ব্যস্ত, তখন টেস্ট দলের সদস্যদের ব্যস্ত রাখা হয়েছে বগুড়ায় বাংলাদেশ টাইগার্সের অনুশীলনে।
দক্ষিণ আফ্রিকা সফরেও দল যাচ্ছে আলাদাভাবে। ওয়ানডে দল যাবে একভাগে, সরাসরি জোহানেসবার্গে। টেস্ট দল কেপটাউনে। সেখানে তারা গ্যারি কারস্টেন একাডেমিতে করবে অনুশীলন। এই অনুশীলনে টেস্ট দলের খেলোয়াড়দের সঙ্গে ব্যাটসম্যান মোহাম্বমদ মিঠুন ও পেসার রেজাউর রহমান রাজাকে সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে। তবে তারা টেস্ট দলের সদস্য হবেন না। শুধু অনুশীলন করবেন। ওয়ানডে দলের ক্রিকেটাররা টেস্ট দলে যোগ দেওয়ার পর এই দুই ক্রিকেটার দেশে ফিরে আসবেন।
মিঠুন ও রাজাকে নিয়ে যাওয়া হচ্ছে নিজেদের অবস্থানের উন্নতির জন্য। মিঠুন এমনিতে টেস্ট দলে খেলেছেন। তরুণ পেসার রাজাকে নেয়া হয়েছে আগামীর কথা বিবেচনা করে। ঢাকা প্রকাশকে মিঠুন বলেন, ‘এটা আমার জন্য অন্য রকম এক অভিজ্ঞতা হবে। কারণ জাতীয় দলের সঙ্গে সব সময় ছিলাম সদস্য হিসেবে। এবার শুধু অনুশীলন করে চলে আসব। এখানে আমার করার কিছু নেই।’
মিঠুন ও রাজা ফিরে আসবেন ওয়ানডে দলের সঙ্গে ২৪ মার্চ। মোহাম্মদ মিঠুন এবার প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে চুক্তি করেছেন। তিনি চলে যাওয়াতে শুরুর দিকের কয়েকটি খেলা মিস করবেন। জাতীয় দলে খেলবেন না, শুধু অনুশীলনের জন্য যাওয়াতে ক্লাব ক্ষতিগ্রস্ত হবে না? জানতে চাওয়া হলে মিঠুন বলেন, ‘লিগের শুরুতে কয়েকটি ম্যাচ খেলতে পারব না; কিন্তু দেশের স্বার্থে যখন যেভাবে প্রয়োজন খেলতে হবে। যে সুযোগ পেয়েছি, এটাকে সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করব।’
এমপি/এসএ/