প্রশ্ন বিসিবি সভাপতির
‘আইপিএলে দল পেলেও কী সাকিব বলত সে শারীরিক ও মানসিকভাবে বির্পযস্ত’
সাকিব মানেই যেন আলোচনার খোরাক। তা হোক নেগেটিভ কিংবা পজেটিভ। একটির পর একটি ঘটনা তিনি যেন জন্ম দিয়েই চলেছেন। তার সর্বশেষ সংযোজন দক্ষিণ আফ্রিকা সফরে না যাওয়া। কারণ হিসেবে দেখিয়েছেন শারীরিক ও মানসিকভাবে খেলার জন্য তৈরি না। অথচ তিনি দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন এটা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আিফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজি শেষে নিজেই জানিয়েছিলেন। এখন বিসিবি সভাপতির এই কথা অসাড় হয়ে গেছে। সাকিব যে দক্ষিণ আফ্রিকা যাবেন না তা জানাতে তিনি একটি ফোন কলই যথেষ্ট মনে করেছেন! তাও দুবাই যাওয়ার আগে বিমানবন্দর থেকে ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসকে ফোন করে।
সাকিবের এ রকম আচরনে বেজায় চটেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি পাল্টা প্রশ্ন করেছেন, ‘আইপিএলে দল পেলেও কী সাকিব বলত- শারীরিক ও মানসিকভাবে বির্পস্ত, খেলব না ?
সোমবার (৭ মার্চ) রাতে গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ প্রসঙ্গে বলেছেন আরও অনেক কথা।
বিসিবির সভাপতির কথায় ছিল রাগান্বিত ভাব। অতীতে সাকিবের অনেক বিতর্কিত ঘটনায়ও বিসিবি সভাপতি কথা বলেছেন। কিন্তু আজকের মতো এ রকম রাগন্বিত বা ক্ষুদ্ধ মনোভাব আগে কখনো দেখা যায়নি। তিনি বলেন, ‘মানসিকভাবে বিপর্যস্ত এটা কে জানে?? মানসিকভাবে বিপর্যস্ত থাকলে তো বলত আমি আইপিএলও খেলব না। ধরুন আইপিএলে ওকে নেওয়া হল, তখন কি মানসিকভাবে বিপর্যস্ত হত? আমার মাথায়ই ঢুকছে না। মানসিকভাবে বিপর্যন্ত থাকলে তো আইপিএলেও খেলতে নাম দিত না। লজিক্যালি চিন্তা করে তো আমার তাই মনে হয়। ও যদি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত থাকে তাহলে তো আইপিএলের জন্য খেলতে যাওয়ার কথা না। কিন্তু সে তো আবেদন করেছে। তাহলে কি আইপিএলে সুযোগ পেলেও এরকম বলতো খেলবো না?’
আফগানিস্তান সিরিজ সাকিব উপভোগ করছেন জেনেও বিসিবি সভাপতি অবাক হয়েছেন। তিনি পাল্টা প্রশ্ন করে জানতে চান, ‘ওর যে একদম ভালো লাগেনি আফগানিস্তান সিরিজ, এটা তো কাল প্রথম শুনলাম। আপনারা আগে টের পেয়েছেন? আমি তো তের পাইনি। কাল ও বলার আগে কেউ জানে বলে থাকলে এটা মিথ্যা কথা। যে কোনো ক্রিকেটারের লক্ষ্য থাকে জাতীয় দলে খেলা। জাতীয় দলের হয়ে খেলে জয় পেলে এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। আমরা ওয়ানডে সিরিজ জিতেছি। সেটাও কী সে উপভোগ করেনি। ওর যদি খেলতেই ভালো না লাগে, তাহলে তো আর কিছু বলার নাই।’
দক্ষিণ আফ্রিকা সফরে নিয়ে সাকিব যে ২ দিন সময় নিয়েছেন এ প্রসঙ্গে নাজমুল হাসান পাপন বলেন, ‘আমার ধারণা ও কোনো কারণে মানসিকভাবে বিপর্যস্ত। ২ দিন সময় নিয়েছে, ভালো কথা, মাথা ঠান্ডা করে যেটা বলবে। যা চায় সেটা জানাবে, বোর্ড সিদ্ধান্ত নিবে। এখন যদি এটার ওপর সিদ্ধান্ত নেই ওকে এই সিরিজে রাখব না। তখন যদি বলে আমি তো বলিনি খেলব না, খেলতে চেয়েছি, তখন?’ এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘কিছু দিন আগে বিসিবিতে গিয়েছিলাম, শুনলাম ও একটা চিঠি দিয়েছে। ও টেস্ট বেশ কিছু দিন খেলবে না। এটা ৬-৭ মাস হবে, এক্স্যাক্ট মনে নেই, তখন মনে হয়েছিল ৬ মাস। পরে শুনলাম আরও লম্বা। সাকিবকে জিজ্ঞেস করলাম। আমি শুনলাম ঐ সময় আমাদের দুইটা সিরিজ আছে। তখন ওর আইপিএল। আমি তখন বললাম দক্ষিণ আফ্রিকা সফরে না খেললেও শ্রীলঙ্কার সাথে খেলা উচিৎ, যেহেতু ঘরের মাঠে খেলা। ও সাথে সাথে রাজি হল। বলল- হ্যাঁ আমি খেলব। এবার তো অনেকগুলো খেলা, অল্প কিছু মিস করব, কোনো অসুবিধা নেই।' তিনি সাকিবের এ ঘটনা জেনেছেন রবিবার রাত ১১ টার দিকে। বলেন, ‘কাল এগারোটার দিকে জালাল ভাই ফোন করে বলল- ‘সাকিব ফোন করে বলল ও এয়ারপোর্টে, ও নাকি দুবাই যাচ্ছে। আমাকে বলল ও মেন্টালি ও ফিজিক্যালি ফিট না দক্ষিণ আফ্রিকা সফরের জন্য।’ আমি জিজ্ঞেস করলাম- ‘আপনি কী বললেন?’ জালাল ভাই বললেন, ‘আমি বললাম ২ দিন সময় নাও, ২ দিন চিন্তা ভাবনা করে জানাও।' বিসিবি সভাপতি জানিয়েছেন সাকিব তার সিদ্ধান্তের কথা লিখিত আকারে জানাতে।
এমপি/এএস