ব্যালন ডি'অর না পাওয়া নিয়ে এবার মুখ খুললেন ভিনি
ভিনিসিয়ুস জুনিয়র ( ইনসটে রদ্রি)। ছবি: সংগৃহীত
এবার ব্যালন ডি’অর জয়ীর নাম ঘোষণার সময় একটু বিস্মিত হওয়ারই কথা ফুটবল প্রেমীদের। সব সমীকরণ ইঙ্গিত দিচ্ছিল এই মর্যাদাপূর্ণ খেতাব জিততে যাচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে সবাইকে চমকে দিয়ে সে পুরস্কার জিতলেন ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি।
বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাতে প্যারিসের থিয়েটার দু শাতলেতে জাঁকজমকপূর্ণ আয়োজনে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি পেয়েছেন রদ্রি। যা রীতিমতো হতাশার মহাসাগরে ফেলে দিয়েছে ভিনিকে। মাদ্রিদভিত্তিক একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, ব্যালন ডি’অর পাচ্ছেন না জেনে প্যারিসে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও যাননি ভিনি। ব্যালন ডি’অর পুরস্কার না জিতে বেশ হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন মাদ্রিদের এই তারকা। নিজের হতাশার কথা সামাজিক যোগাযোগমাধ্যমেও তুলে ধরেছেন ভিনি।
গত কয়েকমাস থেকেই ২০২৪ সালের ব্যালন ডি’ অরের জন্য ভিনিসিয়ুস জুনিয়রের নামটা উচ্চারিত হচ্ছিল সবার আগে। রদ্রি একাধিক শিরোপায় অনেকটা এগিয়ে থাকলেও গোলে-অ্যাসিস্টে ভিনিকেই এগিয়ে রাখছিলেন সকলেই। কিন্তু দৃশ্যপট বদলাতে শুরু করে মূল আয়োজন শুরুর ঘণ্টা ছয়েক আগে।
গণমাধ্যমের খবর অনুযায়ী, ম্যানচেস্টার সিটি কর্তৃপক্ষই রিয়াল মাদ্রিদকে জানিয়ে দেয় ভিনিসিয়ুস জুনিয়র পাচ্ছেন না প্রেস্টিজিয়াস এই পুরস্কার। এরপরেই বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় রিয়াল মাদ্রিদ।
ক্লাবের প্রেসিডেন্ট ফ্লেরেন্তিনো পেরেজ জানান, ব্যালনের অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছে না তার ক্লাব। নাটকীয় এই ঘটনার পর ম্যানসিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির হাতেই ওঠে ব্যালনের মর্যাদাপূর্ণ পুরস্কার।
মূল অনুষ্ঠানে ১৯৯৫ সালে ব্যালন ডি’ অর জেতা জর্জ উইয়াহ যখন নাম ঘোষণা করবেন, তখনও দর্শকসারি থেকে ভেসে আসতে থাকে ভিনি ভিনি চিৎকার। শেষ পর্যন্ত রদ্রির নামটাই বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। এরপরেই নিজের এক্স হ্যান্ডেলে ছোট এক পোস্ট নিয়ে হাজির হন ভিনিসিয়ুস।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের প্রতিক্রিয়া জানিয়ে ভিনি লিখেছেন, ‘দরকার হলে আরও ১০ গুণ করবো। ওরা আমার জন্য প্রস্তুত না।’
উল্লেখ্য, গত মৌসুমে ভিনি দলের ও ক্লাবের হয়ে খেলেছেন ৪৯টি ম্যাচ। সেখানে তিনি গোল করেছেন ২৬টি ও সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি। শিরোপার হিসেবে জিতেছেন- চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ। তবে জাতীয় দলের হয়ে ছিলেন পুরোপুরি ব্যর্থ। অপরদিকে রদ্রি গত মৌসুমে খেলেছেন ৬৩টি ম্যাচ। সেখানে গোল করেছেন ১২টি ও অ্যাসিস্ট ১৬টি। তার দখলে রয়েছে প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ ও স্পেনের জার্সিতে ইউরো। এই অবস্থায় ক্লাব আর জাতীয় দলে সমান পারফরম্যান্স আমলে নিয়ে রদ্রিকেই ব্যালন ডি’অর দিয়েছে কর্তৃপক্ষ।