শেষ মুহূর্তের গোলে ভুটানের কাছে হারল বাংলাদেশ
শেষ মুহূর্তের গোলে ভুটানের কাছে হারল বাংলাদেশ। ছবি: সংগৃহীত
গোলশূন্য ড্রয়ের পথেই এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ-ভুটান ম্যাচ। তবে, শেষ রক্ষা হয়নি সফররতদের। ৯০ মিনিটে ভুটানের ফরোয়ার্ড কিংগা ওয়াংচুর গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। যোগ করা পাঁচ মিনিট সময়ে গোল আর শোধ করতে পারেননি মোরসালিন-ফাহিমরা। ফলে, ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের দ্বিতীয়টিতে আজ রোববার (৮ সেপ্টেম্বর) থিম্পুর চাংলিমাথান স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ-ভুটান। স্বাগতিক ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। সেটি ধরে রাখতে পারল না শেষ ম্যাচে।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে বাংলাদেশ গুছিয়ে ওঠে। যদিও, পাঁচ ডিফেন্ডার নিয়ে নামা ভুটানের রক্ষণ দেয়াল টপকাতে পারেনি অতিথিরা। অন্যদিকে, কয়েকটি আক্রমণ করলেও বাংলাদেশের রক্ষণভাগে এসে খেই হারায় ভুটান। ম্যাচের ৯০ মিনিটে ফ্রি-কিক পায় দলটি। সেখান থেকে জটলায় বল পান ওয়াংচু। গোলরক্ষক মিতুল মারমার সঙ্গে ওয়ান টু ওয়ানে বল জালে জড়াতে অসুবিধা হয়নি তার। শেষ পর্যন্ত এটিই জয় এনে দেয় স্বাগতিকদের। দুই ম্যাচের সিরিজ শেষ হয় ১-১ সমতায়।
এর আগে ম্যাচের প্রথম ২০ মিনিট পুরোপুরি আধিপত্য বিস্তার করে স্বাগতিকরা। বল অধিকাংশ সময় ছিল দলটির পায়ে। বাংলাদেশ খুব একটা সুযোগ পায়নি। এ সময় একাধিক আক্রমণ করে ভুটান। সপ্তম মিনিটে বামপ্রান্ত থেকে গোছানো একটি আক্রমণ সাজায় তারা। তবে, বাংলাদেশি ডিফেন্ডার তপু বর্মণ সে যাত্রায় রক্ষা করেন দলকে।
২০ মিনিটে ফ্রি কিক থেকে গোল প্রায় এসেই যাচ্ছিল। অল্পের জন্য রক্ষা পায় বাংলাদেশ। এর মাঝে অবশ্য ১১ মিনিটে ফাহিম একটি আক্রমণ সাজান। কর্নারের বিনিময়ে দলকে রক্ষা করে ভুটান। ২৬ মিনিটে গত ম্যাচের গোল স্কোরার শেখ মোরসালিন বক্সের বাইরে থেকে দারুণ এক শট নেন। তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়।
প্রথমার্ধের বাকি সময় দুদলই চেষ্টা করেছে প্রতিপক্ষের জালে বল জড়াতে। কখনও ফিনিশিংয়ের অভাব, কখনও রক্ষণের দৃঢ়তায় পাওয়া হয়নি কাঙ্খিত গোল। গোল ছাড়াই বিরতিতে যায় দল দুটি।