নিজ যোগ্যতায় ব্যালন ডি'অরের তালিকায় জায়গা করেছি: মার্তিনেজ
আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা লাওতারো মার্তিনেজ। ছবি: সংগৃহীত
২০২৪ সালের ছেলেদের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা লাওতারো মার্তিনেজ। টানা দ্বিতীয়বার সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়ার পর বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে ম্যাচের শেষে সংবাদমাধ্যমের সঙ্গ কথা বলেছেন মার্তিনেজ।
আর্জেন্টাইন এ ফরোয়ার্ড বলেন, চলতি মৌসুমে ব্যালন ডি'অরের যে তালিকা হয়েছে, নিজ যোগ্যতায় আমি এখানে জায়গা করেছি। এখানে আসতে গত বছরগুলোতে আমি কঠোর পরিশ্রম করেছি। সম্মানজনক এই তালিকায় দ্বিতীয়বারের মতো আমি জায়গা করেছি। চূড়ান্ত বাছাইয়ের জন্য আমি প্রস্তুত।
এদিকে কোপা আমেরিকা দিয়ে দেড় দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষ করেছেন আনহেল ডি মারিয়া। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) পক্ষ থেকে জোরালো অনুরোধ ছিল চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে। সেটা আগেই নাকচ করে দেয়া এই উইঙ্গার জানিয়েছেন আর্জেন্টিনা আবেগের জায়গা হলেও এখন তিনি শুধুই দর্শক।
ডি মারিয়া বলেন, আমার মধ্যে অনেক আবেগ কাজ করে আর্জেন্টিনাকে নিয়ে, যার সব কিছু প্রকাশ করা সম্ভব না। আমি এএফএ'র সবাইকে ধন্যবাদ দিতে চাই। তাদের সঙ্গে ১৬ বছর কাটিয়েছি। এখন আমি শুধু একজন ভক্ত। পরিবার নিয়ে খেলা দেখতে এসেছি। দলকে সমর্থন যোগাতে আমি কোপা আমেরিকা এবং বিশ্বকাপেও যাব।
প্রসঙ্গত, গত প্রায় দুই দশক ধরে এই পুরস্কারকে অনেকটাই ব্যক্তিগত সম্পত্তি করে রেখেছিলেন লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০০৮ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সময় দুজনে ভাগাভাগি করে জিতেছেন এ পুরস্কার। তবে ইউরোপিয়ান ফুটবলের পরিসর থেকে বিদায় নেয়ায় মেসি-রোনালদো আর এবার ব্যালন ডি’অরের জন্য বিবেচিত হননি।