ইউরো কাপ ২০২৪-এর পূর্ণাঙ্গ সূচি, জেনে নিন কবে কখন-কোন দেশের ম্যাচ
ছবি : ঢাকাপ্রকাশ
১৪ থেকে ঢাকে কাঠি পড়তে চলেছে উয়েফা ইউরো ২০২৪-এর। এবারের উইরোর আয়োজক দেশ জার্মানি। এক ঝলকে দেখে নিন ইউরোর গ্রুপ পর্বের সম্পূর্ণ সূচি।
২০২২ ফিফা বিশ্বকাপের স্মৃতি এখনও টাটকা বিশ্ব জুড়ে ফুটবল প্রেমিদের মনে। তার ২ বছর যেতে না যেতেই আরও দুই বিশ্বমানের প্রতিযোগিতার সাক্ষী থাকতে চলেছে ফুটবল বিশ্ব। একদিকে উয়েফা ইউরো, অপরদিকে কোপা আমেরিকা। ২০২৪ ফুটবল প্রেমিদের কাছে আরও একটি স্মরণীয় বছর হতে চলেছে। প্রায় এক সময়ে বিশ্ব ফুটবলের অন্যতম প্রধান শাসক দুই মহাদেশে আয়োজিত হতে চলেছে ফুটবলের দুই মহাযজ্ঞ।
১৪ থেকে ঢাকে কাঠি পড়তে চলেছে উয়েফা ইউরো ২০২৪-এর। এবারের উইরোর আয়োজক দেশ জার্মানি। লম্বা যোগ্যতা অর্জন পর্বের শেষে মোট ২৪ দল সুযোগ পেয়েছে প্রতিযোগিতার মূল পর্বে। ২৪টি দেশকে মোট ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে রয়েছে ৪টি করে দেশ। দীর্ঘ প্রতিযোগিতায় কেমন হতে চলেছে সূচি? তা নিয়ে কৌতুহল থাকে ক্রীড়া প্রেমিদের মধ্যে। এক ঝলকে দেখে নিন ইউরোর গ্রুপ পর্বের সম্পূর্ণ সূচি-
গ্রুপ এ: জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইজারল্যান্ড
গ্রুপ বি: স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি, আলবেনিয়া
গ্রুপ সি: স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া, ইংল্যান্ড
গ্রুপ ডি: পোল্যান্ড, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ফ্রান্স
গ্রুপ ই : বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া, ইউক্রেন
গ্রুপ এফ: তুরস্ক, জর্জিয়া, পর্তুগাল, চেক প্রজাতন্ত্র