কোচ ফার্নান্দো দিনিসকে বরখাস্ত করল ব্রাজিল

ছবি: সংগৃহীত
কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে পাওয়ার আশা আপাতত শেষ ব্রাজিলের। আর তাতেই অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিসেরও বিদায় ঘন্টা বেজে গেল। তাকে দায়িত্ব থেকে বরখাস্ত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।
সিবিএফ শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। চুক্তির মেয়াদ শেষের আগেই চাকরি হারালেন দিনিস।
২০২৩ সালের জুলাইয়ে রেকর্ড পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে এক বছরের চুক্তিতে নিয়োগ পান দিনিস। সিবিএফ একরকম নিশ্চিত ছিল, এই বছরের মাঝামাঝি ব্রাজিলের কোচ হবেন কার্লো আনচেলত্তি। পরিকল্পনা ছিল তার আগ পর্যন্ত দিনিসই ডাগআউট সামলাবেন।
কিন্তু ব্রাজিলকে হতাশ করে সম্প্রতি রিয়াল মাদ্রিদের সাথে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন এই ইতালিয়ান কোচ। ফলে স্থায়ীভাবে এখন বিকল্প কোচের সন্ধানে নেমেছে সিবিএফ।
কাতার বিশ্বকাপের পর ব্রাজিলের কোচ হন দিনিস। তার সময়ে মোটেই সুবিধা করতে পারেনি দলটি। একের পর এক বাজে পারফরম্যান্সে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে ব্রাজিলের অবস্থা সুবিধাজনক নয়। ছয় ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলে নেইমার-ভিনিসিয়ুসরা আছে ছয় নম্বরে। শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে পিছিয়ে ৮ পয়েন্টে।
ইএসপিএন ব্রাজিলের এক প্রতিবেদন অনুযায়ী, সাও পাওলোর কোচ দোরিভাল জুনিয়র ব্রাজিলের নতুন কোচ হওয়ার জন্য শীর্ষ পছন্দ। সিবিএফ ইতিমধ্যে তার সাথে নাকি যোগাযোগও শুরু করে দিয়েছে।
