লিভারপুলের বিদায়, শেষ আটে রিয়াল
চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের সাক্ষাৎ যেন ভাগ্যের লিখন। আর প্রতিটি সাক্ষাৎ প্রিমিয়ার লিগ ক্লাবটির জন্য হয়ে থাকল বিভীষিকাময়। কেননা, একই প্রশ্নের টানা তিনবার ফেইল মেরেছে লিভারপুল।
সবশেষ সান্তিয়াগো বার্নাব্যুতে দেখা হয় দুই দলের। বুধবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগ রিয়াল জিতেছে ১-০ গোলে। দুই লেগ মিলিয়ে ৬-২ অগ্রগামিতায় শেষ আটে খেলার টিকিট কেটেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবং বিদায় ঘণ্টা বেজেছে লিভারপুলের।
অলরেডদের সর্বনাশ হয় প্রথম লেগে। ঘরের মাঠ আনফিল্ডে তারা রিয়ালের কাছে বিধ্বস্ত হয়েছিল ৫-২ গোলে। কার্যত তখনই বিদায় লেখা হয়ে যায় তাদের। ক্ষীণ যে সম্ভাবনাটুকু ছিল, সেটাও অন্ধকারে মিলিয়ে গেল সান্তিয়াগো বার্নাব্যুতে হার দেখায়।
রিয়ালের মাঠে বল দখল আর আক্রমণ, দুই দিক থেকেই পিছিয়ে ছিল লিভারপুল। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে গোল হজম করে তারা। ম্যাচের ৭৮ মিনিটে ভিনিসিউস জুনিয়রের পাসে লক্ষ্যভেদ করেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা।
এ নিয়ে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের স্বপ্ন ভাঙল রিয়াল। গত মৌসুমে অলডেরদের হারিয়ে ইউরোপ সেরা টুর্নামেন্টে শিরোপা উল্লাস করে স্প্যানিশ জায়ান্টরা। ২০২০-২১ মৌসুমে কোয়ার্টার ফাইনালের দুই লেগে লিভারপুলকে হারিয়েছিল রিয়াল।
এসএন