রমজানে চেলসির উপহার ‘উন্মুক্ত ইফতার’
নতুন মালিকানায় নবোদ্যমে জেগে উঠা হয়নি চেলসি। গ্রাহাম পটারের কোচিংয়ে প্রিমিয়ার লিগে ধুঁকছে ব্লুজরা। যদিও টিকে রয়েছে ইউরোপ সেরা টুর্নামেন্ট চ্যাম্পিয়নস লিগে, কিন্তু পারফরম্যান্সে ভক্তদের তুষ্ট করতে পারছে না তারা।
এরই মাঝে খেলার বাইরে নজীরবিহীন এক দৃষ্টান্ত স্থাপন করেছে ক্লাব কর্তৃপক্ষ। সেটা হলো- পবিত্র রমজান মাসে স্টামফোর্ড ব্রিজে ‘উন্মুক্ত ইফতার’ আয়োজনে ভক্তদের দাওয়াত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চেলসি।
গ্রেট ব্রিটেনে ২২ মার্চ থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের সিয়াম সাধনা শুরু হবে। রমজানে যুক্তরাজ্যের বৃহত্তম কমিউনিটি ইভেন্ট উন্মুক্ত ইফতার আয়োজন করে থাকে। ইফতারের জন্য রোজাদারদের দেওয়া হয় নিরাপদ স্থান। এক দিনের জন্য এরকম উদ্যোগ নিয়েছে চেলসি ফাউন্ডেশন।
আগামী ২৬ মার্চ স্টামফোর্ড ব্রিজে মাঠের পাশে আয়োজন করা হবে উন্মুক্ত ইফতার। প্রিমিয়ার লিগ স্টেডিয়ামে কোনো ক্লাবের এমন আয়োজন হবে প্রথমবারের মতো। যেখানে স্থানীয় কিছু মসজিদ এবং চেলসির মুসলিম সম্প্রদায়ের সদস্যদের উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হবে।
ভক্ত এবং স্কুলছাত্রদের, সর্বোপরি সবার জন্য উন্মুক্ত থাকবে চেলসির ইফতার। তাদের মহৎ এই উদ্যোগে সহযোগিতা করবে টেন্ট প্রজেক্ট। পুরস্কারপ্রাপ্ত দাতব্য সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছে ২০১৩ সালে। ধর্মপ্রচারের মাধ্যমে মুসলিম সম্প্রদায়কে একত্রিত করার লক্ষ্যে জন্ম টেন্ট প্রজেক্টের, যারা এ বছর তাদের ১০ বছর পূর্তি উদযাপন করছে।
এসজি