মেসিকে ছুঁলেন হালান্ড, এমবাপ্পেকে ফেললেন পেছনে
ইতিহাদ স্টেডিয়ামে বিনা মেঘে বজ্রপাত। ঘটালেন আর্লিং হালান্ড। কয়েকটি ম্যাচ নিষ্প্রভ থাকা নরওয়ের এই ফরোয়ার্ড জ্বলে উঠলেন গুরুত্বপূর্ণ ম্যাচে। তার পাঁচ গোলে ভেলকিতে চ্যাম্পিয়ন্স লিগে টানা ষষ্ঠবার কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটি। তবে সঠিক পথে ফেরানোর মিশনে লিওনেল মেসির রেকর্ড ছুঁলেন হালান্ড ও কিলিয়ান এমবাপ্পেকে ফেলেছেন পেছনে।
চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে সর্বোচ্চ পাঁচ গোল করা প্রথম ফুটবলার মেসি। ২০১২ সালে বায়ার লেভারকুসেনের বিপক্ষে এ কীর্তি গড়েছিলেন আর্জেন্টাইন খুদেরাজ। দুই বছর বাদে একই মঞ্চে একই ঘটনার জন্ম দেন শাখতার দোনেৎস্কের লুইজ আদ্রিয়ানো। ওই ম্যাচ ছিল বরিসভের বিপক্ষে। এবার লিপজিগের বিপক্ষে পাঁচ গোল করার কীর্তি করলেন হালান্ড।
চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটি ফরোয়ার্ডের গোল সংখ্যা ৩৩। খেলেছেন ২৫ ম্যাচ। ইউরোপ সেরা টুর্নামেন্টে সবচেয়ে কম বয়সে ৩০ গোলের মাইলফলক ছুঁয়েছেন হালান্ড। এই রেকর্ড এতদিন এমবাপ্পের দখলে ছিল। ২২ বছর ২৩৬ দিন বয়সে এই মঞ্চে ৩০ গোলের মাইলফলক পেরিয়ে গেছেন হালান্ড। এমবাপ্পের চেয়ে ১১৬ দিন বয়স আগে।
ম্যানসিটির হয়ে এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতাও বনে গেছেন হালান্ড। গত গ্রীষ্মে ইতিহাদে তরী ভেড়ানোর পর থেকে ৩৬ ম্যাচে ৩৯ গোল পেয়েছেন তিনি। তাতে এক মৌসুমে ক্লাবের হয়ে টমি জনসনের ৯৪ বছর আগে গড়া সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙেছেন তরুণ এই তারকা। আশ্চর্যের বিষয় হলো, এখন সবে মার্চ মাস।
ইতিহাস গড়া রাতে হালান্ড বলেছেন, ‘আমার সুপার শক্তি গোল করা। আমার মনের মধ্যে এটাই ঘুরপাক খায় এবং যেখানে গোলরক্ষক নেই সেখানে বল মারার চেষ্টা করেছি। (একের পর এক) উদযাপনের কারণে আমি সত্যিই খুব ক্লান্ত ছিলাম।’
এসএন