এক যুগের অপেক্ষা ঘুচাল ইন্টার মিলান
ইন্টার মিলান ইউরোপিয়ান কাপ জিতেছে ১৯৬৪ ও ১৯৬৫ সালে এবং চ্যাম্পিয়ন্স ২০১০ সালে। সেসব এখন সোনালি অতীত। সময়ের স্রোতে ভাটা পড়েছে ইতালিয়ান জায়ান্টদের পারফরম্যান্সে। তবে চলতি মৌসুমে দেখা যাচ্ছে ভিন্ন এক ইন্টারকে, যারা এক যুগের অপেক্ষা ঘুচাল চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে।
২০১১ সালের পর প্রথমবার ইউরোপ সেরা টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মিলানের ক্লাবটি। বিদায় করেছে পোর্তোকে। সান সিরোতে শেষ ষোলোর প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল ইন্টার। তাই মঙ্গলবার রাতে ফিরতি লেগে ড্র করেও শেষ আটে খেলার টিকিট কেটেছে ইতালিয়ান জায়ান্টরা।
বলা যায়, এ যাত্রায় আন্দ্রে ওনানা বাঁচিয়ে দিয়েছেন ইন্টারকে। প্রতিপক্ষের মাঠে ফিরতি লেগে কঠিন চাপে পড়েছিল ইতালিয়ানরা। ৬৭ শতাংশ সময় বল দখলে রেখে সবমিলে ১৩টি শট নেয় পোর্তো, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। ফিরতি লেগে তাই স্বাগতিকদের আক্রমণ থামাতেই হিমশিম খেতে হয় অতিথিদের।
মেহেদী তেরেমীর দুই গোল পাওয়া হয়নি ভাগ্যের দোষে। তার একটি শট প্রতিহত হয় পোস্টে। এরপর আরেকটি আঘাত হানে ক্রসবারে। ইন্টার গোলরক্ষক ওনানা করেন একাধিক সেভ। গোলশূন্য ড্রয়ের ম্যাচে ইনজুরি টাইমে লাল কার্ড দেখেন পোর্তো ব্রাজিলিয়ান উইঙ্গান পেপে।
আরএ/