এবার লিপজিগের জালে ম্যানসিটির ৭ গোল, উঠল কোয়ার্টারে
জার্মানি-ব্রাজিলের সেই ম্যাচ কিছুদিন আগে স্মরণ করিয়ে দেয় লিভারপুল। ম্যানচেস্টার ইউনাইটেডের জালে ৭ বার বল জড়িয়ে। সেই রেশ না কাটতে ফের ঘটনার জন্ম দিল ম্যানচেস্টার সিটি। লিপজিগকে ৭-০ গোলে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সিটিজেনরা।
প্রতিপক্ষের মাঠে শেষ ষোলোর প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছিল ম্যানসিটি। তখন থেকেই বিদায়ের শঙ্কা জেগেছিল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন শিবিরে। তবে মঙ্গলবার রাতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে গোলোৎসব করেই সেই শঙ্কার মেঘ দূর করল তারা।
ম্যানসিটির অবিশ্বাস্য জয়ের নেপথ্যে আর্লিং হালান্ড। সাত গোলের পাঁচটিই করেছেন নরওয়ের এই ফরোয়ার্ড। প্রথমার্ধেই আদায় করে নেন হ্যাটট্রিক। তিনি গোলের খাতা খুলেন ২২ মিনিটে। সেটা পেনাল্টি শট থেকে। দুই মিনিট বাদেই ব্যবধান দ্বিগুণ করেন এবং হ্যাটট্রিক পূর্ণ করেন যোগ করা সময়ে।
দ্বিতীয়ার্ধে স্কোরশিটে নাম তুলেন ইকাই গুন্ডোগান, ৪৯ মিনিটে। এরপর ফের হালান্ড জাদু। ৫৩ মিনিটে নিজের চতুর্থ গোলের দেখা পান তিনি এবং ৫৭ মিনিটে স্কোরলাইন ৬-০ করেন। ম্যাচের ইনজুরি টাইমে বিধ্বস্ত লিপজিগের জালে শেষবার বল পাঠান কেভিন ডি ব্রুয়েন।
ফুটবলে এর আগেও ৭-০ গোলে জয়ের রেকর্ড আছে ম্যানসিটির। সেটা ২০১৯ সাল শালকের বিপক্ষে। পুরনো সেই স্মৃতি নতুন করে চাঙা করলেন হালান্ড। তার ইতিহাস গড়ার দিনে একেবারেই অসহায় ছিল লিপজিগ, যাদের গোলমুখে ফিরতি লেগে সবমিলে ১৬টি শট নেয় পেপ গার্দিওলার শিষ্যরা।
আরএ/