চ্যাম্পিয়ন্স লিগ দিয়ে ম্যানসিটির মূল্যায়ন পছন্দ নয় গার্দিওলার
ট্রফি ঘরে ট্রফিগুলো যেন নিছক সংখ্যা। সেসবে পাত্তা না দিয়ে চোখ রাখা হয় চ্যাম্পিয়ন্স লিগে। সেখানে কি করল ম্যানচেস্টার সিটি, সেটাই যেন পেপ গার্দিওলার সাফল্য বিচারের মাপকাঠি। নিজ যুগে চ্যাম্পিয়ন্স লিগ দিয়ে ম্যানসিটির এমন মূল্যায়ন মোটেও পছন্দ নয় কোচের।
মঙ্গলবার (১৪ মার্চ) রাতে ইউরোপ সেরা টুর্নামেন্টে বাঁচা-মরার লড়াইয়ে নামবে সিটিজেনরা। গত মাসে লিপজিগের মাঠে শেষ ষোলোর প্রথম লেগ ১-১ গোলে ড্র করেছিল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। জার্মান বাধা টপকাতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ফিরতি লেগে জয়ের বিকল্প নেই তাদের।
চ্যাম্পিয়ন্স লিগে ডু-অর-ডাই ম্যাচের আগে চাপের মুখে গার্দিওলা, যার কোচিংয়ে বার্সেলোনা দুবার (২০০৯ ও ২০১১ সালে) শিরোপা উল্লাস করেছে এই মঞ্চে। তবে এমন সৌভাগ্য হয়নি ম্যানসিটির। ২০২১ সালে ফাইনাল খেলা তাদের ছিল সর্বোচ্চ সাফল্য। সেবার হেরেছিল চেলসির কাছে।
ইউরোপে ব্যর্থ হলেও গার্দিওলার অধীনে সাত মৌসুমে ঘরোয়া ফুটবলে একাধিকার শিরোপার স্বাদ পেয়েছে সিটিজেনরা: প্রিমিয়ার লিগে চারবার, লিগ কাপে চারবার এবং এফএ কাপে একবার।
লিপজিগের বিপক্ষে ফিরতি লেগের আগে গার্দিওলার কাছে জানতে চাওয়া হয়েছিল, শুধুমাত্র ইউরোপে সাফল্যের ভিত্তিতে তাকে মূল্যায়ন করা হবে না কি না। জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, আমাদের এই প্রতিযোগিতার মাধ্যমে মূল্যায়ন করা হবে। যদিও আমি এর সঙ্গে একমত নই।’
গার্দিওলা যোগ করেন, ‘প্রথম দিন থেকে যখন আমি এখানে এসেছি, প্রথমবার এখানে (সংবাদ সম্মেলনে) বসি, তারা (মিডিয়া) আমাকে জিজ্ঞেস করেছিল, আপনি কি এখানে চ্যাম্পিয়ন্স লিগ জিততে এসেছেন?’
এমএমএ/