ইরানকে হারাতে পারেনি বাংলাদেশের মেয়েরা
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিজয় কেতন উড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ভক্তদের উপহার দিয়েছে সিরিজ জয়ের আনন্দ।তার ঠিক উল্টো চিত্র ছিল কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। সেখানে ইরানকে হারাতে পারেনি বাংলাদেশের মেয়েরা।
রবিবার (১২ মার্চ) এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাই পর্বে টিকে থাকার লড়াইয়ে ব্যর্থ হয়েছে সবশেষ বয়সভিত্তিক সাফজয়ী বাংলাদেশ।
ইরানের কাছে হেরেছে ১-০ গোলে। এই জয়ে গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের হতাশ করে বাছাইয়ের দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে ইরান।
‘এইচ’ গ্রুপে ইরান বাদে বাংলাদেশের দ্বিতীয় প্রতিপক্ষ ছিল তুর্কমেনিস্তান, যাদের বিপক্ষে অনায়াস জয়ে মিশন শুরু করেছিল মেয়েরা। আজ জিতলেই বাছাইয়ের পরের রাউন্ডে চলে যেত তারা। কিন্তু লাল-সবুজের প্রতিনিধিদের স্বপ্ন অন্ধকারে মিলিয়ে যায় রূপ্না চাকমার ৮৫ মিনিটের ভুলে।
ইরানের লম্বা পাস ঠেকাতে রূপ্না ডি-বক্সের অনেক সামনে চলে আসেন। এতদূর এগিয়ে এসে বল ও খেলোয়াড় কাউকে আটকাতে পারেননি বাংলাদেশ গোলরক্ষক। ইরানের নেগীন জাদেজী গোল করেন। সেই লিড আগলে রেখেইজয়োল্লাসে মাতে অতিথি ফুটবলাররা।
এমএমএ/