এক গোলেই এমবাপের নতুন রেকর্ড
প্রথম গোল মেসির। শেষ গোল এমবাপের। মাঝে আরও চার গোল। সব গোলই কিন্তু পিএসজি দেয়নি। হজম করতে হয়েছে দুইটি। লিগ ওয়ানের ম্যাচে নিজেদের মাঠে নঁতের বিপক্ষে পিএসজির জয় এসেছে ৪-২ গোলে। এই জয়ে ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানকে আরও সুসংহত করেছে পিএসজি। সমান ম্যাচে নঁতের পয়েন্ট ২৮। তাদের অবস্থান ১৩তম। ২৭ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মার্সেই।
মেসি-এমবাপে গোল করবেন, এ আর নতুন কী। এভাবে গোল করতে করতে তাদের এক একটি গোল কখনো কখনো হয়ে উঠে মাইলফলকের গোল। এই যেমন এবার এমবাপের গোলটি। এই এক গোলই তাকে পিএসজির হয়ে সবচেয়ে বেশি গোল করার নতুন রেকর্ড গড়ে দিয়েছে। এটি ছিল পিএসজির হয়ে সব ধরনের আসরে তার ২০১তম গোল। পেছনে ফেলে দিয়েছেন কাভানির ২০০ গোলকে। কিন্তু শুধুমাত্র লিগে গোল করার ক্ষেত্রে আবার এমবাপে এখনো কাভানিকে পেছনে ফেলতে পারেননি। কাভানির গোল ১৩৮টি। এমবাপের ১৩৭টি। পরের ম্যাচেই হয়ত কাভানিকে টপবে যাবেন, অথবা ছুঁয়ে ফেলতে পারেন। আবার আরও অপেক্ষাও করতে হতে পারে।
১২ মিনিটে লিগে মেসির ১৩তম গোলে এগিয়ে যায় পিএসজি। ১৭ মিনিটে হাজামের আত্মঘাতি গোলে ব্যবধান দ্বিগুণ হয় পিএসজির। এ সময় পিএসজির অব্যাহত আক্রমণে প্রচণ্ড চাপে ছিল নঁত। ৩১ মিনিটে বলা যায় অনেকটা খেলার ধারার বিপরীতে গিয়ে লোদোভিক ব্লাস নঁতের হয়ে একটি গোল করেন। ৩৭ মিনিটে খেলায় সমতাই নিয়ে আসে নঁত। কর্নার থেকে গোলটি করেন ক্যামেরুনের স্ট্রাইকার ইগনাসিয়াস গানাগো।
প্রথমার্ধে খেলা ২-২ গোলেই ড্র থাকে। ৬০ মিনিটে আবার এগিয়ে যায় পিএসজি। এমবাপের ক্রস থেকে পেরেইরার হেড জাল খোঁজে পায়। যোগ করা অতিরিক্ত সময়ে এমবাপে তার রেকর্ড গোলটি করেন। এটি ছিল লিগে তার ১৮ত গোল।
এমপি/আরএ/