আলিসন নেই ব্রাজিল দলে
চলতি মাসে মাঠে ফিরছে ব্রাজিল ফুটবল দল। আগামী ২৫ মার্চ প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ মরক্কো। দেশটির ট্যাঙ্গিয়ার শহরে হবে খেলা। বিশ্বকাপের পর সেলেকাওদের প্রথম ম্যাচের দলে জায়গা পাননি তারকা গোলরক্ষক আলিসন বেকার।
কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে থামে ব্রাজিলের হেক্সা মিশন। গত ডিসেম্বরে বিশ্বমঞ্চে তাদের বিদায় ঘণ্টা বাজায় ক্রোয়েশিয়া। এরপরই ব্রাজিলের দায়িত্ব ছাড়েন তিতে। তার উত্তরসূরি এখনো খুঁজে পায়নি দেশটির ফুটবল কনফেডারেশন।
আপদকালীন জাতীয় দলের দায়িত্বে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের কোচ র্যামন মেনেজেস। নতুনদের সুযোগ দিতে আলিসনকে দলে রাখেননি তিনি। তার সাজানো দলে ঠাঁই পেয়েছে অনূর্ধ্ব-২০ দলের একাধিক খেলোয়াড়। নেইমার নেই ইনজুরির কারণে।
ব্রাজিল দল
গোলরক্ষক এদেরসন (ম্যানচেস্টার সিটি), মাইকেল (অ্যাথলেটিকো প্যারানেন্স), ওয়েভারটন (পালমেইরাস)
ডিফেন্ডার আর্থার (এমেরিসা), এমেরসন রয়্যাল (টটেনহাম), অ্যালেক্স টেলেস (সেভিয়া), রেনান লোদি (নটিংহাম ফরেস্ট), ইবানেজ (রোমা), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মার্কুইনহোস (পিএসজি), রবার্তো রেনান (জেনিন) মিডফিল্ডার কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), আন্দ্রে সান্তোস (ভাস্কো দা গামা), আন্দ্রি (ফ্লুমিন্সে), জোয়াও গোমেজ (উলভারহ্যাম্পটন), লুকাস পাকুয়েতা (ওয়েস্টহাম ইউনাইটেড), রাফায়েল ভেইগা (পালমেইরাস) ফরোয়ার্ডÑ অ্যান্থনি (ম্যানচেস্টার ইউনাইটেড), রিচার্লিসন (টটেনহাম), ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), রনি (পালমেইরাস), ভিটোর রোকে (অ্যাথলেটিকো প্যারানেন্স)
এমএমএ/