রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ফুটবলে জমজ বোনের অভিন্ন যাত্রা

আমরা অনেকেই ভাবি যে যমজ হলে কেমন হবে। এখন কল্পনা করুন- দুজনেই একই পেশায় গেলে, একই কাজে নিয়োজিত হলে এবং ক্যারিয়ারজুড়ে পাশাপাশি কাজ করলে কতটা বিভ্রান্ত হতে পারে অফিসের বস কিংবা সহকর্মীরা। যদি আপনি আপনার কল্পনা বাস্তবে উপলব্ধি করতে চান তাহলে আসুন চোখ রাখা যাক, ফুটবলে যমজ বোন কারেন ও সারা হলমগার্ডের অভিন্ন যাত্রায়।

ডেনমার্ক এবং এভারটনের হয়ে খেলেন কারেন ও সারা। প্রতিনিয়ত এই যমজে বিভ্রান্ত হয় তার সহকর্মী ও কোচরা। মাঠে ২৩ বছর বয়সীদের পৃথক করা সহজ। কারেন খেলেন ডান পায়ে, সারার শক্তি বাঁ পা। কারেন থাকেন মিডফিল্ডে, সারা ডিফেন্সে। কারেন বল দখলভিত্তিক খেলা পছন্দ করেন। সারা রক্ষণে শক্তিশালী। প্রতিপক্ষের কাছ থেকে বল ছিনিয়ে নেওয়ার নেশা তার।

মাঠের বাইরে এই জুটিকে পৃথক করা বেশ দুরূহ। এমনকি এভারটনের ড্যানিশ কোচ ব্রায়ান সোরেনসেন, যিনি জন্মভূমিতে তাদের সঙ্গে কাজ করেছেন, তাকেও সংগ্রাম করতে হয় দুজন পৃথক করতে। কারেনই বলেছেন এমন কথা। তার ভাষ্য, ‘ব্রায়ানের সঙ্গে আমরা দুই বা তিন বছর কাজ করেছি এবং কিছু সময়, এমনকি এখনো তিনি বিভ্রান্ত হন।’

নিজেদের আলাদা করতে একটি পদ্ধতি মেনে চলেন দুই বোন। সেটা হলো, কারেন চুল বাঁধেন কিছুটা উঁচু করে এবং সারা নিচু করে। অনুশীলনে এটা মেনে চলেন দুজনে যাতে সতীর্থরা তাদের চিনতে পারেন। সারা বলেছেন, ‘যদি একদিন সকালে আমি অনুশীলনে যাই এবং আমার চুল নিচের দিকে না রাখি তাহলে তারা (সতীর্থরা) পার্থক্য দেখতে পাবে না।’

মজার একটি উদাহরণও দিয়েছেন সারা। এই ডিফেন্ডার বলেছেন, ‘একটি ম্যাচে কারেন গোল করেছিল। তারপরে চুল উঁচু করে, ব্রায়ান যে ঘরে ছিল সেখানে গিয়েছিলাম এবং তিনি আমাকে বলেছিলেন, ‘ওহ কি গোল’। আমি বললাম, ‘ব্রায়ান আমি সারা।’ এমন অনেক অভিজ্ঞতায় অভ্যস্ত এখন তারা। কখনো তাদের চিনতে ভুল করায়, কখনো বা নিজেরাই মজা করেন তারা।

শুধুই কি চেহারায় না ব্যক্তিত্বেও একই রকম কারেন-সারা? সারা জানিয়েছেন, দুই বোনের মধ্যে শান্ত তিনি। এ ছাড়া তেমন কোনো পার্থক্য জাহির করতে পারেননি এই ডিফেন্ডার। সারার অনুধাবন প্রকাশ পায় এভাবেই, ‘আমি যা মনে করি আমরা মূলত একই রকম। হ্যাঁ, আমি একটু বেশি শান্ত, কিন্তু আমার মনে হয় আমরা প্রায় একই রকম।’

গত আগস্টে এভারটনে যোগ দেয় যমজ বোন। পাঁচ দিন পর, সারা ডেনমার্কে থাকতে লোনে ৬ মাসের জন্য ফরচুনা হোরিংয়ে থাকার সিদ্ধান্ত নেন। তাতে প্রথমবারের মতো এই জুটি একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়েছিল, যারা হোরিং ছাড়াও টারবাইন পোস্টড্যামে একসঙ্গে ফুটবল উপভোগ করেছেন।

সারা বলেছেন, ‘একসঙ্গে থাকতে ভালো লাগে কিন্তু লোকেদের দেখাতেও ভালো লাগে যে আমরা বিকাশ করতে পারি। এটা আমাদের জন্যও ভালো। আমি আশা করেছিলাম যে এটা কঠিন হবে। আমরা দিনে চার বা পাঁচবার মুখোমুখি হই। কখনো পাঁচ মিনিটের জন্য, কখনো আধা ঘণ্টার জন্য- স্বাভাবিক বোনেরা হয়তো একদিন দূরে থাকতে পারে কিন্তু আমরা একে অপরের কাছাকাছি থাকি।’

কারেন যোগ করেন, ‘শুধুমাত্র যদি ‘হ্যালো’ বলারও প্রয়োজন পড়ে, তবে আমরা দেখা করি।’ কাছাকাছি থাকার এই বৈশিষ্ট্য তাদের ‘শুধু বোন’ থেকে আলাদা করে তোলে, এটাই যজম বোনের ব্যাখ্যা। সারার ভাষ্য, ‘যখন আপনি যমজ হন তখন আপনার একে অপরের সঙ্গে কী ঘটছে তা জানতে হবে।’

ছোট থেকেই একসঙ্গে খেলে বেড়ে উঠা এই জুটির। শৈশবের কারেন তুলে ধরেন এভাবে, ‘স্কুলের পর কলেজে গিয়ে আমরা ফুটবল বা হ্যান্ডবল নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। শেষ পর্যন্ত ফুটবলকে বেছে নেই।’ দীর্ঘ সময়ের পথচলায় দুজনের মধ্যে বোঝাপড়াটা এতটাই ভালো যে মাঠে তারা একে অন্যের মনের কথা বুঝতে পারে। এমন সম্পর্ককে ‘টেলিপ্যাথিক’ হিসেবেই অ্যাখ্যা দিলেন কারেন।

কারেন বলেছেন, ‘আমরা আমাদের সারা জীবন একসঙ্গে ফুটবল খেলেছি, আমি অনুভব করি যে মাঠে আমার একে অপরের অবস্থান বুঝতে পারি। তাই আমি সব সময় সারার সঙ্গে খেলতে পারি।’ সেই অন্তর্দৃষ্টি আরও পরিপক্ক করছে তাদের- দাবি কারেনের, ‘আমরা সব সময় সেরা হতে চাই। যেমন আমরা উভয় একে অন্যের চেয়ে দ্রুত দৌড়াতে চাই। আমি মনে করি এটি আমাদের সাহায্য করে।’ কারেনের কথা ধরে সারা বলেছেন, ‘আমরা একে অপরের সঙ্গে না থাকলে আমাদের এই ক্যারিয়ার হতো না।’

তাহলে কি কখনো প্রতিপক্ষ হিসেবে দেখা যাবে না যমজ বোনদের? এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না সারা, ‘জার্মানিতে থাকার পর আমরা ভেবেছিলাম এটা হতে পারে। ইংল্যান্ড আসা এবং একই এলাকা বা শহরে থাকা কিন্তু দুটি ভিন্ন ক্লাবে।’ কারেন বলেছেন, ‘আমি মনে করি এটি বিশেষ কিছু হবে, চেষ্টা করা ভালো হবে। আমরা এটি থেকে অনেক কিছু শিখব।’

শেখার তাড়না যমজ বোনকে কোথায় নিয়ে যায় সেটা এখন দেখার অপেক্ষা। তবে আপাতত দুই বোনের ঠিকানা এখন এভারটনে। যাদের জার্সি গায়ে গত জানুয়ারিতে এফএ কাপের মঞ্চে প্রথমবারের মতো একসঙ্গে খেলতে নামেন সারা ও কারেন।

এসজি

Header Ad

আমাকে স্যার বলার দরকার নেই, আমি আপনাদের ভাই : উপদেষ্টা নাহিদ

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ‘আমাকে স্যার বলার দরকার নেই আমি আপনাদের ভাই। গণঅভ্যুত্থানের মতো কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে এগিয়ে যাব। ভুল করলে শুধরে দিবেন। যদি জাতির প্রয়োজন পড়ে আমরা আবারও রাস্তায় নামবো।’

ঢাকায় সরকারি বিজ্ঞান কলেজে ১১তম জিএসসি ন্যাশনাল সাইনটিস্ট ম্যানিয়া এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় কলেজের ছাত্র-ছাত্রীদের উদ্দেশে কথাগুলো বলেন তিনি ।

জুলাই গণঅভ্যুত্থানে সরকারি বিজ্ঞান কলেজের ছাত্রদের অংশগ্রহণ এবং আত্মত্যাগের জন্য ধন্যবাদও কৃতজ্ঞতা জানান উপদেষ্টা।

তিনি বলেন, জেন-জি পৃথিবীকে দেখিয়ে দিয়েছে তারা আন্দোলন সংগ্রামে রক্ত দিয়ে দেশকে স্বৈরাচারমুক্ত করতে পারে, তারা অলস নয়।

উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সুফল যেন বাংলাদেশের প্রতিটি মানুষ পায় সে কাজটি আমাদের করতে হবে। আমরা আশা করি, যে প্রত্যাশা নিয়ে সবাই আন্দোলন করেছে, রক্ত দিয়েছে সে প্রত্যাশা আমাদের পূরণ হবে। জুলাই গণঅভ্যুত্থান আমাদের আত্মমর্যাদা নিয়ে দাঁড়াতে শিখিয়েছে। এ আত্মবিশ্বাস নিয়ে আমরা বাংলাদেশকে নতুনভাবে গড়তে পারবো।

নাহিদ ইসলাম বলেন, শিক্ষার্থীদের পরিকল্পিতভাবে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা সবাই যেন এ বিষয়ে সচেতন থাকি, দায়িত্বশীল আচরণ করি। ছাত্রদের মধ্যে বিবাদ,সংঘাত শিক্ষার্থীদের নেতিবাচকভাবে দেশবাসীর কাছে উপস্থাপন করতে সহায়তা করছে। শিক্ষার্থীদের নেতিবাচকভাবে উপস্থাপন করা গেলে জুলাই অভ্যুত্থানকেও নেতিবাচকভাবে উপস্থাপন করা সহজ হবে। এ সুযোগ যেন কেউ নিতে না পারে। আমরা এতদিন বিক্ষোভ করেছি, রাজপথে থেকেছি, আমাদের এখন রাষ্ট্র গঠনের সময়। আমাদের এখন মেধাকে কাজে লাগাতে হবে, সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে।

জুলাই গণঅভ্যুত্থান শহিদ ও আহতদের রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করার পাশাপাশি শহিদের পরিবারকে পুনর্বাসন এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হবে বলেও তিনি মন্তব্য করেন।

প্রসঙ্গত, উপদেষ্টা মো. নাহিদ ইসলাম সরকারি বিজ্ঞান কলেজের প্রাক্তন শিক্ষার্থী।

Header Ad

দুই দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম

ছবি: সংগৃহীত

দুই দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ভরিতে এবার সর্বোচ্চ দুই হাজার ৮৩৩ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লাখ ৪২ হাজার ২৬৬ টাকা। যা আজ ছিল এক লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা।

শনিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে। এর আগে গত ২১ নভেম্বর ভরিতে ১৯৯৪ টাকা বাড়া‌নো হয়েছিল।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা এক লাখ ৪২ হাজার ২৬৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৩৫ হাজার ৮০৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ১৬ হাজার ৩৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯৫ হাজার ৬৪৫ টাকায় বিক্রি করা হবে।

সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।

এর আগে, গত ২১ নভেম্বর সোনার দাম বাড়য়েছিল বাজুস। যা ২২ নভেম্বর কার্যকর হয়, ওই দামে এই দুই দিন সোনা কেনাবেচা হয়েছে। সেই হি‌সে‌বে আজ‌কে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা সোনা এক লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৩৩ হাজার ৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ১৪ হাজার ৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯৩ হাজার ৬৭৪ টাকায় বিক্রি হয়েছে।

Header Ad

বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস

ফাইল ছবি

বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। সরকারি সফরের অংশ হিসেবে ভারতীয় উপমহাদেশে আসার পরিকল্পনা করছেন তিনি। চলতি বছরের শুরুর দিকে শরীরে ক্যানসার শনাক্ত হওয়ার পর বিদেশ সফর থেকে বিরত রয়েছেন ব্রিটিশ এই রাজা। তবে কিছু দিনের মধ্যে তিনি বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সফর করতে পারেন বলে দেশটির সংবাদমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও তার স্ত্রী রানি ক্যামিলা অদূর ভবিষ্যতে ভারতীয় উপমহাদেশ সফরের পরিকল্পনা করছেন। রাজা তৃতীয় চার্লস ক্যানসার থেকে ধীরে ধীরে সেরে ওঠায় শিগগিরই এই সফরে বের হতে পারেন। ভারতীয় উপমহাদেশে ব্রিটেনের রাজার সফরের পরিকল্পনাকে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতির লক্ষণ হিসেবে দেখা হচ্ছে।

ঠিক কবে নাগাদ ব্রিটিশ রাজা ও রানির এই সফর শুরু হতে পারেন, সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনও তথ্য জানায়নি ডেইলি মিরর।

গত বছরের সেপ্টেম্বরে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তৃতীয় চার্লস সব ধরনের সফর বাতিল করতে বাধ্য হন। তবে ভারতীয় উপমহাদেশের তিন দেশ—বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান সফরের এই পরিকল্পনার মাধ্যমে পুনরায় তার সফর শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ব্রেক্সিট পরবর্তী বিশ্বে তাৎপর্যপূর্ণ অর্থনৈতিক সংযোগ প্রতিষ্ঠা করতে চায় ব্রিটেন। এই পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বের বিভিন্ন দেশে ব্রিটিশ রাজা ও রানির সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

দেশটির একটি সূত্র বলেছে, ‘‘রাজা এবং রানির জন্য এই ধরনের সফরের পরিকল্পনা করাটা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। ভারতীয় উপমহাদেশে তাদের একটি সফর শুরুর কথা রয়েছে; যা বিশ্ব মঞ্চে ব্রিটেনের জন্য রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে ব্যাপক তাৎপর্যপূর্ণ হবে। এই সময়ে ব্রিটেনের জন্য রাজা এবং রানিই জুতসই রাষ্ট্রদূত।’’

ডেইল মিরর বলছে, রাজ সফরের জন্য সম্ভাব্য আয়োজক দেশগুলোর সাথে আলোচনার করতে ব্রিটেনের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সবুজ সংকেত দেওয়া হয়েছে। বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান সফরের খসড়া তৈরি করা হচ্ছে। গত বছর ভারত সফর বাতিল করার পর রাজা ও রানিকে অভ্যর্থনা জানানোর জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নরেন্দ্র মোদির ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্কের কারণে দেশটিতে ব্রিটিশ রাজা ও রানির সফর নিয়ে উদ্বেগ রয়েছে। গত মাসে ব্রিকসের শীর্ষ সম্মেলনে সাক্ষাৎ করেছিলেন এই দুই রাষ্ট্রনেতা। এছাড়া গত মঙ্গলবার ভারতের সঙ্গে রাশিয়ার ‘‘কৌশলগত অংশীদারত্বে’’ স্বাগত জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউক্রেন যুদ্ধ ‘‘শান্তিপূর্ণভাবে শেষ’’ হওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন।

২০০৬ সালে ক্যামিলাকে সঙ্গে নিয়ে ওয়েলসের যুবরাজ হিসেবে এক সপ্তাহের জন্য পাকিস্তান সফর করেছিলেন চার্লস। সেই সময় শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘‘আপনাদের কাছে পৌঁছাতে আমার প্রায় ৫৮ বছর লেগেছে। তবে এটা যে চেষ্টা করার অভাবে নয়, তা আমি বলতে পারি।’’

Header Ad

সর্বশেষ সংবাদ

আমাকে স্যার বলার দরকার নেই, আমি আপনাদের ভাই : উপদেষ্টা নাহিদ
দুই দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস
নির্বাচনের ফাঁকা মাঠ ভেবে খুশি হচ্ছেন, সাবধান হন : তারেক রহমান
গোপনে দুইজনকে বিয়ে, কাউকেই অধিকার বঞ্চিত করেননি জান্নাতুল
শহীদ আব্দুল্লাহর বাড়িতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন
বিরামপুরে আদিবাসী নারীর লাশ উদ্ধার
বিএনপির কাঁধে অনেক দ্বায়িত্ব: তারেক রহমান
'জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত'- তোফায়েল আহমেদ
৩ মাসে জ্বালানি খাতে সাশ্রয় হয়েছে ৩৭০ কোটি টাকা : জ্বালানি উপদেষ্টা
জুটি বাধলেন মিঠুন চক্রবর্তী-আফসানা মিমি
দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই : তারেক রহমান
২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের আশঙ্কা
অক্টোবরে সড়কে প্রাণ গেছে ৪৭৫ জনের
গায়ানায় দলের সঙ্গে যোগ দিলেন সাকিব
আইপিএল নিলামের আগেই নিষিদ্ধ হলেন ভারতের ২ ক্রিকেটার
গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু
কবে বিয়ে করবেন জানালেন তামান্না ভাটিয়া
পঞ্চগড়ে ৫০০ টাকায় সন্তান বিক্রি, অতঃপর যা ঘটল...
অ্যান্টিগায় প্রথম দিন শেষে স্বস্তিতে টাইগাররা