চিরনিদ্রায় বিশ্বকাপের এক আসরে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা
ফরাসি ফুটবল কিংবদন্তি জাস্ট ফন্তেইন। বিশ্বকাপের এক আসরে সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতা মারা গেছেন ৮৯ বছর বয়সে। বুধবার (১ মার্চ) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয় পরিবারের পক্ষ থেকে।
১৯৫৩ থেকে ১৯৬০ সাল পর্যন্ত ফ্রান্সের হয়ে ২১ ম্যাচে ৩০টি গোল করেন ফন্তেইন। সুইডেনে ১৯৫৮ বিশ্বকাপে প্রথমবারের মতো জাতীয় দলকে সেমিফাইনালে তুলেছিলেন তিনি। ওই টুর্নামেন্টে ১৩ গোল করেন প্রয়াত এই ফরোয়ার্ড। এই অসাধারণ কীর্তি কেউ ভাঙতে পারবে না বলেই মনে করা হয়।
একবার বিশ্বকাপে অংশ নিয়েই ফন্তেইন যা করেছেন তা করতে লিওনেল মেসিকে খেলতে হয়েছে পাঁচ বিশ্বকাপে। কাতারে ১৩তম বিশ্বকাপ গোল পান আর্জেন্টাইন খুদেরাজ, যা করতে ফরাসি কিংবদন্তির লেগেছে মোটে ছয় ম্যাচ।
ফিফার মেগা ইভেন্টে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখনো চতুর্থ স্থানে আছেন তিনি। যেখানে ফন্তেইনের উপরে আছেন মিরোস্লাভ ক্লোসা (১৬), ব্রাজিলের রোনালদো (১৫) এবং গার্ড মুলার (১৪)।
ফন্তেইনের বাবা ফরাসি এবং মা ছিলেন স্প্যানিশ। ১৯৩৩ সালে তার জন্মের সময় মরক্কোর আশ্রিত রাজ্য ছিল ফ্রান্স। ফন্তেইন লেখাপড়া করেন কাসাব্লাঙ্কার এক স্কুলে এবং সেখানেই তিনি তার ফুটবল ক্যারিয়ার শুরু করেন। ১৯৫৩ সালে যোগ দেন নিসে। সেখানে তিন বছর সামরিক চাকরির পাশাপাশি ফুটবল চালিয়ে যান তিনি।
চাকরি আর ফুটবল দারুণভাবেই সামলে নেন ফন্তেইন। ক্লাবে প্রথম মৌসুমেই জিতেন ফরাসি কাপ এবং ১৯৫৬ সালে পান লিগ শিরোপা জয়ের স্বাদ। এরপর রেইমসের যোগ দেন এই ফরোয়ার্ড। এই ক্লাবে তিনবার লিগ শিরোপা এবং একবার ফরাসি কাপ জিতেন তিনি। খেলেন ১৯৫৯ ইউপোরিয়ান কাপ ফাইনালে।
কিংবদন্তি ফন্তেইনের ক্যারিয়ার ১৯৬২ সালে মাত্র ২৮ বছর বয়সেই থমকে যায়। দুই পায়ের ফ্র্যাকচারের কারণে দীর্ঘ হয়নি তার খেলোয়াড়ি জীবন।
এসজি