‘আমি আবেগপ্রবণ কিন্তু পাগল নই’, লাল কার্ড দেখে মরিনহো
আবারও লাল কার্ড দেখলেন হোসে মরিনহো। চলতি মৌসুমে তৃতীয়বার এমন ঘটনা ঘটল তার সঙ্গে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে লাল কার্ড দেখার পর ম্যাচ অফিসিয়ালদের একহাত নিয়েছেন রোমা কোচ। একইসঙ্গে তিনি বলেছেন, ‘আমি আবেগপ্রবণ কিন্তু পাগল নই।’
সিরি’আতে ক্রেমোনিসের মাঠে ধরাশায়ী হয়েছে রোমা। হেরে ২-১ ব্যবধানে। মৌসুমে এটাই প্রথম লিগ ম্যাচ জয় ক্রেমোনিসের। তাদের জয়খরা ঘুচানোর ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে লাল কার্ড দেখেন মরিনহো।
রোমা কোচ বলেছেন, ‘আমি আবেগপ্রবণ কিন্তু পাগল নই। ক্যারিয়ারে প্রথমবারের মতো একজন রেফারি আমার সঙ্গে অযৌক্তিক তর্ক করেছেন। আমি যে প্রতিক্রিয়া পেয়েছি তা হলো কিছু একটা ঘটেছে। আমাকে এখনই জানতে হবে আমি শৃঙ্খলাগত দৃষ্টিকোণ থেকে কিছু করতে পারি কি না।’
মরিনহোর দাবি, চতুর্থ কর্মকর্তার টাচলাইনে ঘটনার বিস্তারিত না বলেই রেফারি মার্কো পিকিনিনিকে লাল কার্ড দেখানোর নির্দেশ দিয়েছেন। রোমা কোচের ভাষ্য ছিল এমন, ‘চতুর্থ কর্মকর্তা সৎ ছিলেন না। যে আমার সঙ্গে যেমন আচরণ করেছে, আমি তারই প্রতিক্রিয়া দিয়েছি। আমাকে দেখতে হবে, ঘটনাটির অডিও রেকর্ডিং আছে কি না।’
এসজি