তবুও ইতিবাচক দৃষ্টিভঙ্গি জাভির

ইউরোপা লিগ জয়ের স্বপ্ন শেষ বার্সেলোনার। ম্যানচেস্টার ইউনাটেডের সঙ্গে পেরে উঠেনি স্প্যানিশ জায়ান্টরা। আশা জাগিয়েও বিদায় নিতে হয়েছে নকআউট প্লে-অফ থেকে। তাতে অবশ্য হতাশ হচ্ছেন না জাভি হার্নান্দেজ, বরং ইতিবাচক দৃষ্টিভঙ্গি বার্সা কোচের।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে হারের পর জাভি বলেছেন, ‘গত মৌসুমের তুলনায় আমরা অনেক ভালো খেলেছি।’
চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ডেথ-গ্রুপে পড়েছিল বার্সা। তাদের গ্রুপসঙ্গী ছিল বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলান। মৃত্যুকূপে শেষ রক্ষা হয়নি কাতালান ক্লাবটির।
ইউরোপ সেরা টুর্নামেন্টে গ্রুপপর্বেই বিদায়ঘণ্টা বাজে বার্সার। অবনমন হয় ইউরোপা লিগে। এই প্রতিযোগিতায়ও টিকে থাকতে পারল না স্প্যানিশ ক্লাবটি। ধরাশায়ী হয়েছে ম্যানইউর কাছে। তাই ইউরোপে প্রতিযোগিতামূলক ম্যাচে শিষ্যদের আরও উন্নতির প্রয়োজন আছে বলে মনে করেন জাভি।
বার্সা বস বলেছেন, ‘চ্যম্পিয়ন্স লিগে বায়ার্ন, ইন্টার এবং ইউরোপে ম্যানইউর বিপক্ষে ম্যাচ। এরা বড়, শক্তিশালী দল, আমরাও যথেষ্ট ভালো ছিলাম না। আমরা উন্নতি করেছি, কিন্তু তা যথেষ্ট ছিল না। আবারও চেষ্টা করব। ইউরোপে উন্নতির চেষ্টা করতে হবে।’
এসজি
