প্যারিসের সেই দুঃখ ভুলেননি ক্লপ
আবারও চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। এ যাত্রায় শেষ ষোলোতে। আগামীকাল (২১ ফেব্রুয়ারি) রাতে প্রথম লেগে লড়বে দুই দল। আনফিল্ডে প্রিমিয়ার লিগ ক্লাবটির আতিথেয়তা নেবে স্প্যানিশ জায়ান্টরা। নতুন মৌসুমে নতুন লড়াই শুরুর আগে ইয়ুর্গেন ক্লপ জানালেন প্যারিসের সেই দুঃখ ভুলেননি তিনি।
গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দেশের দুই জায়ান্ট। শিরোপার লড়াইয়ে ১-০ গোলে হার মানে লিভারপুল। শিষ্যদের সেই হারের হাইলাইটস দ্বিতীয়বার দেখেননি ক্লপ। কিন্তু আবার যেহেতু একই প্রতিপক্ষের সামনে, তাই দলের প্রয়োজনে সেই ম্যাচের ক্লিপটি দেখেছেন অলরেডদের কোচ।
সোমবার (২০ ফেব্রুয়ারি) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ক্লপ বলেছেন, ‘রিয়াল মাদ্রিদ বিশ্বের অন্যতম বড় ক্লাব। আমরা প্যারিসে ফাইনাল খেলেছিলাম। এই সপ্তাহে সেই ম্যাচটি আবার দেখেছি। এটা দেখাও নির্যাতনের মতো। আমরা ভালো খেলেছিলাম, ওটা জিততে পারতাম কিন্তু তারা জয়সূচক গোল পায়।’
লিভারপুর বস যোগ করেন, ‘সেই ম্যাচে স্পষ্ট দেখা গিয়েছিল, তারা কতটা কম আত্মবিশ্বাস হারিয়েছিল, বিশ্বাস রেখেছিল যে সুযোগ আছে। এটাই আপনি তাদের কাছ থেকে শিখতে পারেন। যাই হোক, এখন ভিন্ন সময়। দলও ভিন্ন। দেখা যাক কারা এগিয়ে যায়।’
স্বাভাবিকভাবেই সান্তিয়াগো বার্নাব্যুতে আরও কঠিন পরীক্ষা দিতে হবে লিভারপুলকে। সেটা এখনই অনুধাবন করতে পারছেন ক্লপ, ‘আমি ম্যাচের জন্য অপেক্ষা করতে পারছি না। সান্তিয়াগো বার্নাব্যুতে (ফিরতি লেগ) খেলাটা কঠিন হবে। কিন্তু কে ভাবে ওসব? এটা চ্যাম্পিয়নস লিগ! বিশ্বের সবচেয়ে কঠিন ম্যাচগুলোর একটি। সেরা লড়াই হবে।’
সব দুঃখ ভুলে এ যাত্রায় শক্তিশালী রিয়ালকে রুখে দিতে চান লিভারপুল কোচ, ‘আমাদের দুটি সুপার গেম খেলতে হবে। সুযোগ পাওয়ার জন্য আমাদের সেরা হতে হবে। রিয়াল মাদ্রিদের জন্য এটা আলাদা- এমনকি তারা তাদের সেরাটা না খেলেও সুযোগ পেতে পারে। এটাই তাদের বিশেষত্ব। রিয়াল মাদ্রিদ সব সময়ই দারুণ প্রতিদ্বন্দ্বিপূর্ণ। কঠিন একটি কম্বিনেশন।’
এসজি