ক্যাম্প ন্যুতে বার্সাকে জিততে দেয়নি ম্যানইউ
লড়াইয়ে এগিয়ে ছিল বার্সেলোনা। বৃহস্পতিবার রাতে হোম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলে বল দখল আর আক্রমণে আধিপত্য বিস্তার করে। এগিয়েও যায় প্রথমে। কিন্তু ক্যাম্প ন্যুতে বার্সাকে জিততে দেয়নি ম্যানইউ। ড্র করেছে ২-২ গোলে।
ইউরোপা লিগে শেষ ষোলোর প্রথম লেগে দারুণ ছন্দে ছিলেন রাফিনহা। বার্সার দুই গোলেই সম্পৃক্ত ছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতে মার্কোস আলোনসোকে দিয়ে গোল করিয়ে দলকে প্রথম লিড উপহার দেন রাফিনহা।
৫০ মিনিটে পাওয়া লিড ১২০ সেকেন্ডের বেশি সময় আগলে রাখতে পারেনি বার্সা। দুই মিনিট বাদেই ম্যাচে ফেরে ম্যানইউ। অতিথিদের ম্যাচে ফেরান মার্কোস রাশফোর্ড। এরপর ৫৯ মিনিটে স্বাগতিকদের সর্বনাশ করেন কৌন্দে। তার আত্মঘাতী গোলে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে জাভি হার্নান্দেজের দল।
ভুলের মাশুল খানিকবাদেই দেন কৌন্দে। রাফিনহাকে দিয়ে গোল করিয়ে বার্সাকে সমতায় ফেরান তিনি। এরপর আর গোলের দেখা পায়নি দুই দল। তাতে ২-২ ব্যবধানে অমীমাংসিত থেকে যায় ম্যাচ। আগামী ২৩ ফেব্রুয়ারি ওল্ড ট্রাফোর্ডে ফিরতি লেগে মুখোমুখি হবে ম্যানইউ ও বার্সা।
একই রাতে শেষ ষোলোর প্রথম লেগ জিতে কোয়ার্টারের পথে এগিয়ে রয়েছে শাখতার দোনেৎস্ক, আয়াক্স, শানজবুর্গ, মোনাকো এবং সেভিয়া। ১-১ গোলে ড্র করেছে জুভেন্টাস-নতে এবং স্পোর্টিং সিপি-মিটজিল্যান্ড।
এসএন