বায়ার্নকে হারানোর টোটকা দিলেন এমবাপ্পে
চ্যাম্পিয়নস লিগে আবারও স্বপ্নভঙ্গের সামনে পিএসজি। শেষ ষোলোতে তাদের পেছনে ফেলেছে বায়ার্ন মিউনিখ। বিপদ কাটাতে আগামী ৮ মার্চ প্রতিপক্ষের মাঠে ফিরতি লেগে কমপক্ষে ২-০ ব্যবধানে জিততে হবে ফরাসি জায়ান্টদের। হতাশার মাঝেই বায়ার্নকে হারানোর টোটকা দিলেন কিলিয়ান এমবাপ্পে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে প্রথম লেগ ১-০ ব্যবধানে হারের পর পিএসজির ফরাসি সুপারস্টার বলেছেন, ‘দলের প্রত্যেকেরই সুস্থ থাকা, ভালো ঘুম, ভালো খাওয়া দরকার। আমরা সেখানে (বায়ার্নের মাঠে) কিছু করতে পারি। যদি আমরা আরও আক্রমণাত্মক হই, তারা অস্বস্তিতে পড়বে। চলো আরও দ্রুত এগিয়ে যাই।’
ইউরোপ সেরা টুর্নামেন্টে মাত্র একবার ফাইনাল খেলেছে পিএসজি। ২০১৯-২০ মৌসুমে শিরোপা লড়াইয়ে তারা হেরে যায় বায়ার্নের কাছে। পরের মৌসুমে সেমিফাইনালে থমকে যায় ম্যানসিটির কাছে হেরে। চ্যাম্পিয়নস লিগের সবশেষ ছয় আসরে চারবার শেষ ষোলোতে বিদায় নিয়েছে প্যারিসের ক্লাবটি।
গত মৌসুমে শেষ ষোলোতে পিএসজির সর্বনাশ করেছিল রিয়াল মাদ্রিদ। এবার একই পর্যায়ে ফরাসি শিবিরে বিদায়ের শঙ্কা জাগিয়েছে বায়ার্ন।
এসজি