২০২৪ সাল পর্যন্ত চেলসিতে থিয়াগো সিলভা

চেলসিতে চুক্তি নবায়ন করলেন থিয়াগো সিলভা। ২০২৪ সাল পর্যন্ত স্টামফোর্ড ব্রিজে থাকছেন অভিজ্ঞ ব্রাজিলিয়ান ডিফেন্ডার। বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।
গত সেপ্টেম্বরে ৩৮ বছরে পা ফেলেন সিলভা। বুড়িয়ে যাওয়ায় গুঞ্জন উঠেছিল তার ভবিষ্যত নিয়ে। এই মধ্যেই দুই পক্ষের সমঝোতায় ওয়েস্ট লন্ডনে থেকে থাকছেন ব্রাজিলিয়ান ফুটবলার। চেলসিতে ২০২৩-২৪ মৌসুমের শেষে তিনি তার ৪০তম জন্মদিনের কাছাকাছি চলে যাবেন।
২০২০ সালে স্টামফোর্ড ব্রিজে তরী ভেড়ান সিলভা। যোগদানের পর থেকে আলো ছড়িয়ে যাচ্ছেন এই ডিফেন্ডার। টমাস টুখেল এবং গ্রাহাম পটার, উভয়ে কোচের অধীনে সবচেয়ে ধারাবাহিক পারফর্মার ছিলেন ব্রাজিলিয়ান তারকা।
চুক্তি নবায়নের পর সিলভা বলেছেন, ‘ব্লুজদের সঙ্গে আমার ক্যারিয়ার চালিয়ে যেতে পেরে আমি সত্যিই খুব খুশি। যখন আমি এখানে আমার প্রথম চুক্তিতে স্বাক্ষর করি, তখন এটি কেবল একটি বছরের জন্য ছিল। এখন এটি চতুর্থ বছর পর্যন্ত, যা আমি কল্পনাও করতে পারিনি।’
এমএমএ/
