চ্যাম্পিয়নস লিগে মেসিকে পাওয়ার আশায় পিএসজি

গুরুত্বপূর্ণ সময়ে চোটের হাওয়া লেগেছে পিএসজি শিবিরে। ইনজুরির ধাক্কায় কিলিয়ান এমবাপ্পে মাঠের বাইরে ছিটকে গেছেন কমপক্ষে তিন সপ্তাহের জন্য। এখন শঙ্কায় লিওনেল মেসি। তবে আর্জেন্টাইন সুপারস্টারকে চ্যাম্পিয়নস লিগে পাওয়ার আশায় পিএসজি।
ফরাসি জায়ান্টদের পরবর্তী অ্যাসাইনমেন্ট লিগ ওয়ানে। আগামীকাল (১১ ফেব্রুয়ারি) রাত ১০টায় (বাংলাদেশ সময়) মোনাকোর মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। চোটের কারণে লিগ ম্যাচে মেসির না খেলার বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি কর্তৃপক্ষ।
পিএসজি সবশেষ ম্যাচ খেলেছে ফরাসি কাপে। শেষ ষোলোতে অলিম্পিক মার্শেইয়ের কাছে ২-১ গোলের হারে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় ক্রিস্টোফ গালতিয়েরের শিষ্যরা। হারের ম্যাচেই হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন মেসি। তবুও মার্শেইয়ের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলেছিলেন কাতার বিশ্বকাপজয়ী তারকা।
পিএসজি তাদের সবশেষ আপডেটে জানিয়েছে, পরবর্তী ৪৮ ঘণ্টা চিকিৎসা নেবেন মেসি এবং সোমবার অনুশীলনে ফিরতে পারেন তিনি। যদি তাই হয়, তাহলে ক্যাম্প ন্যুতে ১৪ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর ফিরতি লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মেসিকে পাবে পিএসজি।
এসজি
