ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে লরিস

গত মাসে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন হুগো লরিস। ক্লাব ফুটবলে মনোযোগ বাড়াতে এই সিদ্ধান্ত নেন ফরাসি গোলরক্ষক। অর্থাৎ বর্তমানে তার জ্ঞান-ধ্যান জুড়ে এখন কেবল টটেনহাম হটস্পার। অথচ ক্লাবের প্রয়োজনের সময়ে কমপক্ষে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন তিনি।
চলতি মৌসুমে স্পারদের ২২টি লিগ ম্যাচের ২১টিতে ছিলেন লরিস। সবশেষ রবিবার ম্যানচেস্টার সিটির বিপক্ষেও খেলেছেন বিশ্বকাপজয়ী তারকা। ১-০ গোলে জয়ের রাতে লিগামেন্টের ইনজুরিতে পড়েন তিনি। ওই চোটেই লম্বা সময়ের জন্য দর্শক বনে গেলেন টটেনহাম অধিনায়ক।
ইংল্যান্ডের টপ-ফ্লাইটে পঞ্চম স্থানে আছে স্পাররা। সেরা চারে থেকে পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলা নিশ্চিত করাই এখন তাদের প্রধান টার্গেট। তার ওপর আবার চলতি মৌসুমে ইউরোপ সেরা টুর্নামেন্টে শেষ ষোলোর লড়াইয়ে নামার অপেক্ষায় ক্লাবটি।
আগামী মঙ্গলবার প্রথম লেগে এসি মিলানের আতিথেয়তা নেবে টটেনহাম। ঘরের মাঠে ফিরতি লেগ খেলবে ৮ মার্চ। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর দুই লেগ ছাড়াও একাধিক লিগ ম্যাচে লরিসকে পাবেন না কোচ আন্তেনিও কন্তে।
এমএমএ/
