বেলজিয়ামের নতুন কোচ টেডেস্কো

গত সেপ্টেম্বর থেকে বেকার ডোমেনিকো টেডেস্কো। জার্মান ক্লাব লিপজিগে ছাঁটাই হন তিনি। প্রায় পাঁচ মাসের বেকার জীবনের ইতি টানতে চলেছেন তিনি। কেননা, বেলজিয়ামের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন টেডেস্কো।
কাতার বিশ্বকাপে বেলজিয়ামের ডাগআউটে ছিলেন রবার্তো মার্টিনেজ। সোনালি প্রজন্মের দল নিয়েও গ্রুপপর্বের বাধা টপকাতে পারেননি তিনি। তাই বিশ্বকাপের পর ৬ বছরের পথচলার ইতি টানেন মার্টিনেজ।
তখন থেকেই নতুন কোচের খোঁজে নামে বেলজিয়াম, যারা ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত টেডেস্কোর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। ৩৭ বছর বয়সী এই কোচের জন্ম ইতালিতে। তার জার্মানির নাগরিকত্বও আছে।
জাতীয় দলের দায়িত্ব পাওয়ার পর শালকে, স্পার্তাক মস্কো এবং লিজপিগের সাবেক কোচ বলেছেন, ‘বেলজিয়ামের নতুন প্রধান কোচ হওয়াটা অনেক সম্মানের। আমি সত্যিই কাজটির জন্য অপেক্ষা করছি এবং আমি অত্যন্ত অনুপ্রাণিত।’
সামনের মাসেই প্রথম অ্যাসাইনমেন্ট টেডেস্কোর। ২৪ মার্চ স্টোকহোলমে ২০২৪ ইউরোর বাছাইপর্বে সুইডেনের মুখোমুখি হবে বেলজিয়াম। এই ম্যাচ দিয়েই নতুন অধ্যায় শুরু করবেন টেডেস্কো।
এসজি
