আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ফিঞ্চ

গত বছর ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেন অ্যারন ফিঞ্চ। তাতে ধারণা করা হচ্ছিল, ক্রিকেটের ছোট সংস্করণে হয়তো আরও কিছু বছর অস্ট্রেলিয়াকে সার্ভিস দেবেন সাবেক এই অধিনায়ক। কিন্তু না। ৩৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ফিঞ্চ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০২১ সংস্করণে অস্ট্রেলিয়া প্রথম শিরোপা জিতে ফিঞ্চের নেতৃত্বে। এই ওপেনার জাতীয় দলের জার্সিতে খেলেছেন ৫ টেস্ট, ১৪৬ ওয়ানডে এবং ১০৩ টি-টোয়েন্টি। অস্ট্রেলিয়ায় হয়ে না খেললেও ঘরোয়া লিগে খেলা চালিয়ে যাবেন তিনি।
অবসর ঘোষণায় সাবেক অধিনায়ক বলেছেন, ‘বুঝতে পারছি যে আমি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারব না। তাই সরে দাঁড়ানোর উপযুক্ত সময় এটা। এতে করে দল সময় পাবে এবং ওই ইভেন্টের জন্য পরিকল্পনা মতো এগিয়ে যেতে পারবে।’
টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক ফিঞ্চ। ৩৪.২৮ গড় এবং ১৪২.৫৩ স্ট্রাইক রেটে করেছেন ৩ হাজার ১২০ রান। ক্রিকেটের ছোট সংস্করণে তার ঝুলিতে রয়েছে ২টি সেঞ্চুরি এবং ১৯টি হাফসেঞ্চুরি।
ওয়ানডেতেও সফল ছিলেন সদ্য সাবেক বনে যাওয়া এই ওপেনার। ৩৯.১৩ গড়ে করেছেন ৫ হাজার ৪০১ রান। সেঞ্চুরি হাঁকিয়েছেন ১৭ বার। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের অংশ ছিলেন তিনি।
আরএ/
