সেই কেইনে ধরাশায়ী গার্দিওলার ম্যানসিটি

আমার জীবনে দেখা সেরা স্ট্রাইকারদের একজন হ্যারি কে্ইন— টটেনহাম হটস্পার ও ম্যানচেস্টার সিটির লড়াইয়ের আগে এমনটা বলেছিলেন পেপ গার্দিওলা। সেই কেইনে ধরাশায়ী হলো গার্দিওলার ম্যানসিটি।
রবিবার (৫ ফেব্রুয়ারি) রাতে প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে হেরেছে সিটিজেনরা।
অ্যাওয়ে ম্যাচে বল দখলে এগিয়ে ছিল ম্যানসিটি। স্পারদের তুলনায় আক্রমণেও কিঞ্চিৎ এগিয়ে ছিল গার্দিওলার সেরা আক্রমণভাগ। এমনকি ৮৭ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। তবুও জয় নিয়ে ফেরার সৌভাগ্য হয়নি প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের।
ম্যাচের আগে যার প্রশংসায় মেতেছিলেন গার্দিওলা, সেই কেইনের গোলে সর্বনাশ হয়েছে তার শিষ্যদের। ম্যাচের পঞ্চদশ মিনিটে টটেনহামকে এগিয়ে নেন ইংল্যান্ড অধিনায়ক। দলকে ম্যাচে ফেরাতে সব অস্ত্রই ব্যবহার করেন ম্যানসিটি বস গার্দিওলা।
দ্বিতীয়ার্ধে বের্নার্দো সিলভা ও রিয়াদ মাহরেজকে তুলে নিয়ে কেভিন ডি ব্রুয়েন ও ইকাই গুন্ডোগানকে মাঠে নামান গার্দিওলা। তাদের সঙ্গে ছিলেন আর্লিং হালান্ড ও জুলিয়ান আলভারেজ। তার ওপর ম্যাচের শেষ দিকে দ্বিতীয় হলুদ ও লাল কার্ড দেখেন স্পারদের আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরু।
কিন্তু কোনোভাবেই ম্যাচ সমতা টানতে পারেনি গার্দিওলার সেরা দল। তাতে আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ২১ ম্যাচে ৪৫ পয়েন্টে টেবিলের দ্বিতীয় স্থানে আছে ম্যানসিটি। এক ম্যাচ কম খেলা আর্সেনাল ৫ পয়েন্ট বেশি নিয়ে আগলে রেখেছে শীর্ষস্থান।
আরএ/
