এভারটনের মাঠে অঘটনের শিকার আর্সেনাল

প্রিমিয়ার লিগে ধুঁকছে এভারটন। পড়েছে অবনমনের শঙ্কায়। তাদের মাঠে অঘটনের শিকার লিগ শিরোপায় সবার ওপরে থাকা আর্সেনাল।
শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে গুডিসন পার্কে গানাররা হেরেছে ১-০ ব্যবধানে। অঘটন ঘটিয়ে অবনমন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে এভারটন।
অ্যাওয়ে ম্যাচে সেরা একাদশই সাজান মিকেল আর্তেতা। তার শিষ্যরা আধিপত্য বিস্তার করেই খেলে। বল দখলে রাখে ৭০ শতাংশ সময়।
কিন্তু আক্রমণে ছন্দে ছিল না তাদের সেরা লাইনআপ। তবে প্রথম ৪৫ মিনিটে নিজেদের জাল অক্ষত রাখে অতিথিরা, যা করতে পারেনি পরের অর্ধে।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে আর্সেনালের সর্বনাম করেন জেমস টারকোস্কি। ম্যাচের এক ঘন্টার মাথায় এভারটনকে এগিয়ে নেন এই ইংলিশ ডিফেন্ডার। এরপর আপ্রাণ চেষ্টা করে ম্যাচে ফেরার সৌভাগ্য হয়নি অতিথিদের। এমনকি ৬ মিনিটের ইনজুরি সময়ে সমতাসূচক গোলের দেখা পায়নি আর্তেতার দল।
ইংল্যান্ডের টপ-ফ্লাইটে পাঁচ মাস পর এটা প্রথম এবং সবমিলে মৌসুমের দ্বিতীয় হার আর্সেনালের। তারা সবশেষ হেরেছিল গত বছরের ৪ সেপ্টেম্বর। ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ৩-১ ব্যবধানে।
হঠাৎ ছন্দপতনে ম্যানচেস্টার সিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়ানোর সুযোগ হাত ছাড়া করেছে আর্সেনাল। যদিও শীর্ষেই রয়ে গেছে গানাররা। ২০ ম্যাচ শেষে তাদের ঝুলিতে জমা পড়েছে ৫০ পয়েন্ট। সমান ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ছাড়ছে দুই থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
অপরদিকে, এক জয়ে দুই ধাপ উন্নতি হয়েছে এভারটনের। ২১ ম্যাচে ১৮ পয়েন্টে ২০ দলের লিগে ১৭ নাম্বারে উঠে এসেছে তারা। নিয়মানুযায়ী টেবিলের তলানীর তিন দল নেমে যাবে দ্বিতীয় স্তরের লিগে।
এমএমএ/
