গার্দিওলার দেখা সেরা স্ট্রাইকারদের একজন কেইন

সেরা কোচদের একজন পেপ গার্দিওলা। তার চোখে সেরা হওয়া যেকোনো ফুটবলারের জন্য গর্বের বিষয়। এমন গর্ব অনুভব করতেই পারেন হ্যারি কেইন। কেননা, ম্যানচেস্টার সিটি কোচ বলেছেন, তার দেখা সেরা স্ট্রাইকারদের একজন টটেনহাম হটস্পার এবং ইংল্যান্ডের তারকা ফুটবলার কেইন।
২০২১ গ্রীষ্মে ইংল্যান্ড অধিনায়কের পেছনে ছুটেছিল ম্যানসিটি। কিন্তু স্পারদের মন গলিয়ে কেইনকে বের করে আনতে পারেনি তারা। এরপরই আর্লিং হালান্ডকে টার্গেট বানায় সিটিজেনরা এবং গত বছর নরওয়ে ফরোয়ার্ডকে ইতিহাদ স্টেডিয়ামে নিয়ে আসে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।
ওই ট্রান্সফারের সুফল পাচ্ছে গার্দিওলার দল। চলতি মৌসুমে ম্যানসিটির হযে ২৭ ম্যাচে ৩১টি গোল করেছেন হালান্ড। আগামীকাল তাদের পরীক্ষা টটেনহাম হটস্পার স্টেডিয়ামে। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে কঠিন এই ম্যাচ খেলতে নামবে ম্যানসিটি। তার আগে কেইনের প্রশংসায় পঞ্চমুখ হলেন গার্দিওলা।
শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ম্যানসিটি কোচ বলেন, ‘আমরা আর্লিংকে নিয়ে অত্যন্ত খুশি এবং অবশ্যই, আমি মনে করি টটেনহামও হ্যারি কেইনকে নিয়ে অত্যন্ত খুশি। দুর্দান্ত এক খেলোয়াড় সে! সংখ্যা এবং গোলের চেয়েও তার গুনমান অনেক বেশি।’
গার্দিওলা যোগ করেন, ‘তারা একটি শিরোপা জিততে পারেনি (তার মানে এই নয়) যে কেইন একজন ভালো খেলোয়াড় নয়। আমার মনে হয় সে এটি প্রমাণ করেছে। আমার জীবনে দেখা সেরা স্ট্রাইকারদের একজন হ্যারি কেইন।’
এমএমএ/
