জয়ের ধারায় ফিরল রিয়াল

সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হোঁচট খেয়েছিল রিয়াল মাদ্রিদ। গত রবিবার (২৯ জানুয়ারি) রাতে হোম ম্যাচটি গোলশূন্য ড্র করেছিল স্বাগতিকরা। সেই ব্যর্থতা ভুলে একই ভেন্যুতে জয়ের ধারায় ফিরল রিয়াল। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে ১০ জনের ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
চিরচেনা আঙিনায় লা লিগার ম্যাচটিতে সেরা ছন্দেই দেখা যায় রিয়ালকে। দাপুটে পারফরম্যান্সে ভ্যালেন্সিয়াকে রীতিমত কোনঠাসা করে রাখে স্বাগতিকরা। ৭০ শতাংশ সময় বল দখলে রেখে মোট ১৪টি শট নেয় তারা। এর মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। বিপরীতে একটি অন-শটও নিতে পারেনি অতিথিরা।
দারুণ ফুটবল খেললেও গোল পেতে দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হয় আনচেলত্তির শিষ্যদের। করিম বেনজেমার জাদুতে অল্প সময় ব্যবধানে জোড়া গোল পেয়ে যায় রিয়াল। ৫২ মিনিটে ফরাসি স্ট্রাইকার গোল করান মার্কো আসেনসিওকে দিয়ে।
এর দুই মিনিট বাদে বেনজেমার দ্বিতীয় অ্যাসিস্টে দ্বিতীয় গোলের দেখা পায় স্বাগতিকরা। গোলদাতা ভিনিসিউস জুনিয়র। দুই গোল হজমের পর ১০ জনের দলে পরিণত হয় ভ্যালেন্সিয়া। ৭২ মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন গ্যাব্রিয়েল পাউলিস্তা।
সহজ জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল। অর্ধশত পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের শীর্ষস্থান দখলে রেখেছে কাতালান ক্লাবটি। দুইয়ে থাকা রিয়ালের অর্জন ৪৫ পয়েন্ট। দুই দলই খেলেছে ১৯টি করে ম্যাচ।
এসআইএইচ
