মেসিও জানেন বাংলাদেশের সমর্থনের কথা

কাতার বিশ্বকাপ চলাকালীন পুরো বিশ্বের নজর কেড়েছে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের ভালোবাসা। দুই দেশের মধ্যকার প্রায় ১৭ হাজার কিলোমিটার দূরত্ব যেন ঘুঁচিয়ে দেয় ফুটবল। বাংলাদেশের মানুষের এই সমর্থনের কথা জানেন লিওনেল মেসিও।
আর্জেন্টিনার জনগণ বেশ আগেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের সমর্থকদের প্রতি। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন তাদের সামাজিক যোগাযোগমাধ্যম আউলেটগুলোতে ধন্যবাদ জানায় বাংলাদেশকে। এমনকি কোচ লিওনেল স্কালোনিও বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানিয়েছিলেন।
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে সংবাদে সম্মেলনে স্কালোনি বলেছিলেন, ‘আমরা খুব গর্বিত যে বাংলাদেশের মতো একটি দেশ আর্জেন্টিনাকে সমর্থন করছে।’
এবার মেসির কণ্ঠেও শোনা গেল বাংলাদেশের সমর্থনের কথা। ওলের সঙ্গে সাক্ষাৎকারে বাংলাদেশ প্রসঙ্গ উঠতে আর্জেন্টাইন খুদেরাজ বলেন উঠেন, ‘হ্যাঁ, হ্যাঁ, আমি দেখেছি (আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের সমর্থন)। সব জায়গায় আর্জেন্টিনার জার্সি। ফাইনালের আগে সোফি (আর্জেন্টাইন সাংবাদিক) আমাকে এটা দেখিয়েছেন। আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি বিশ্বজুড়ে দেখা খুব সুন্দর একটি বিষয়।’
এসএন
