ছন্দে থাকলে ২০২৬ বিশ্বকাপে খেলবেন মেসি

‘আমার সব পাওয়া হয়ে গেছে’- আর্জেন্টাইন রেডিওকে এমনটা বলেছিলেন লিওনেল মেসির। এই বক্তব্যকে তার অবসরের ইঙ্গিত মনে করেছিলেন অনেকে। সবাইকে ভুল প্রমাণিত করে ৩৫ বছর বয়সী এ তারকা নতুন করে জানালেন, ছন্দে থাকলে ২০২৬ বিশ্বকাপেও খেলবেন তিনি।
সবার জানা, বিশ্বকাপে পরিধি বাড়ছে পরবর্তী সংস্করণে। ৩২ দলের পরিবর্তে খেলবে ৪৮ দল। প্রথমবারের মতো ফিফার মেগা ইভেন্ট হবে তিন দেশের (যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার) আয়োজনে। সেখানে কী থাকবেন মেসি? ফুটবলে এটাই এখন কোটি টাকার প্রশ্ন।
আর্জেন্টাইন নিউজিপেপার ওলে’র সঙ্গে সাক্ষাৎকারের এক পর্যায়ে প্রশ্নটি ছুড়ে দেওয়া হয় মেসির সামনে। জবাবে পিএসজির সুপারস্টার বলেছেন, ‘বয়সের কারণে ২০২৬ বিশ্বকাপে খেলা কঠিন হবে। তবে আমি ফুটবল খেলতে ভালোবাসি।’
মেসি যোগ করেন, ‘যদি আমি অনুভব করি যে আমি ভালো অবস্থায় আছি এবং এটি উপভোগ করছি, আমি খেলা চালিয়ে যাব। পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত এটি দীর্ঘ সময় বলে মনে হচ্ছে। আমার ক্যারিয়ার কেমন চলছে তার উপর নির্ভর করছে (পরের বিশ্বকাপে খেলা)।’
এসএন
