তিন সপ্তাহের জন্য ছিটকে গেলেন এমবাপ্পে

আশার বাণী শুনিয়েছিলেন ক্রিস্টোফ গালতিয়ের। কিন্তু পিএসজির কোচের কথা সত্য হলো না। হালকা নয়, গুরুতর চোট পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। এতে কমপক্ষে তিন সপ্তাহের জন্য দল থেকে ছিটকে গেলেন বিশ্বকাপজয়ী ফরাসি ফরোয়ার্ড।
গতকাল রাতে মপলিয়েরের মাঠে খেলতে নেমে আঘাত পান এমবাপ্পে। তাতে ম্যাচের ২১ মিনিটের মাথায় তাকে মাঠ থেকে তুলে নেন গালতিয়ের। এরপর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘তিনি হাঁটুর পেছনে বা উরুর পেছনে ব্যথা পেয়েছেন। বিষয়টি আমরা দেখব। আমি খুব চিন্তিত নই। এটা তেমন গুরুতর মনে হচ্ছে না।’
বৃহস্পতিবার দুঃসংবাদ দেয় ক্লাব কর্তৃপক্ষ। এক বিবৃতিতে বলা হয়, ‘কয়েকটি টেস্টের রিপোর্টে কিলিয়ান এমবাপ্পের বাঁ উরুতে চোট ধরা পড়েছে। তিনি তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।’ সার্জিও রামোসের সবশেষ আপডেট এখনো জানায়নি পিএসজি।
মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এমবাপ্পের এই চোট ফরাসি শিবিরে বড় ধাক্কা বটে। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের আগে। আগামী ১৪ ফেব্রুয়ারি ইউরোপ সেরা টুর্নামেন্টে শেষ ষোলোর প্রথম লেগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে পিএসজি। হোম ম্যাচটিতে ফরাসি তারকার সার্ভিস পাবে না তারা।
এর আগে, ৯ ফেব্রুয়ারি মার্শেইয়ের বিপক্ষে ফরাসি কাপের শেষ ষোলোতে খেলা হচ্ছে না এমবাপ্পের। ফরাসি এই তারকা মিস করবেন একাধিক লিগ ম্যাচও।
এসএন
