ফ্রান্সকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী ভারানে

বয়সটা খুব বেশি নয়। সামনের মাসে ৩০ বছরে পা ফেলবেন রাফায়েল ভারানে। জাতীয় দলে তার চেয়ে বেশি বয়সী সতীর্থ আছে। চাইলে তিনিও দখলে রাখতে পারতেন দেশের জার্সি। কিন্তু না, আচমকাই ফ্রান্সকে বিদায় বলে দিলেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার।
রাশিয়ায় বিশ্বকাপ জেতা ফ্রান্স দলে অবিচ্ছিন্ন এক অংশ ছিলেন ভারানে। গত বছরের ডিসেম্বরে কাতারে আর্জেন্টিনার বিপক্ষে হেরে যাওয়া বিশ্বকাপের ফাইনালেও ফ্রান্সের দলে ছিলেন তিনি। ৯৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ডিফেন্ডার দিদিয়ের দেশমের স্কোয়াডে অন্যতম অভিজ্ঞ একজন সদস্য ছিলেন।
গত মাসে যখন গোলরক্ষক হুগো লরিস আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান, তখন ভারানেকেই নেতৃত্বভার নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। অথচ তিনি হাঁটলেন লরিসের দেখানো পথে। সবাইকে চমকে দিলেন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়ে।
২০১৩ সালে আন্তর্জাতিক অভিষেক হয় ভারানের। তিনি বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেড শিবিরে আছেন। পেশাদার ফুটবলে মনোযোগ দিতেই জাতীয় দলের জার্সি তুলে রেখেছেন তিনি। ইনস্টাগ্রামে অবসর বার্তায় এমনটাই জানিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই ডিফেন্ডার।
ওই পোস্টে ভারানে লিখেছেন, ‘এক দশক ধরে আমাদের মহান দেশের প্রতিনিধিত্ব করা আমার জীবনের অন্যতম সেরা সম্মান। যতবার আমি এই বিশেষ নীল জার্সি পরেছি, আমি অনেক গর্ব অনুভব করেছি। আমি বেশ কয়েক মাস ধরে এটি নিয়ে ভাবছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার এটাই সঠিক সময়।’
এসজি
