ফাইনাল কোনো অর্জন নয়: টেন হ্যাগ

দীর্ঘ সময় শিরোপা জিতেনি ম্যানচেস্টার ইউনাইটেড। সবশেষ জিতেছে ২০১৭ সালে। শিরোপাখরা ঘুচানোর দোড়গোড়ায় রেড ডেভিলসরা। ফাইনাল নিশ্চিত করেছে লিগ কাপে। আগামী ২৬ ফেব্রুয়ারি ওয়েম্বলিতে তাদের প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড। শিরোপার লড়াইয়ের আগে শিষ্যদের সতর্ক করে এরিক টেন হ্যাগ বললেন, ‘ফাইনাল কোনো অর্জন নয়।’
ম্যানইউ শেষ শিরোপা উল্লাস করেছিল ইউরোপা লিগে। ২০১৭ সালের মে মাসে উয়েফার টুর্নামেন্টে আয়াক্সকে ২-০ গোলে হারিয়েছিল হোসে মরিনহোর দল। ২০২১ সালে একই মঞ্চে রেড ডেভিলসদের ফাইনালে তুলেছিলেন ওলে গুনার সুলশার। কিন্তু সে যাত্রায় ভিয়ারিয়ালের কাছে হেরে যায় তারা।
ক্লাব লিজেন্ড সুলশার কোনো ট্রফি না জিতেই ম্যানইউর ডাগআউট ছেড়েছিলেন। পুরোনো এই ইতিহাস অজানা নয় টেন হ্যাগের। তাই সর্বোচ্চ সতর্ক থাকছেন তিনি। দল লিগ কাপের ফাইনালে উঠার পরই কোচ বলেছেন, ‘ফাইনালে উঠা কোনো অর্জন নয়। আমরা জিততে চাই।’
লিগ কাপ ফাইনালের আগে ব্যস্ত সময় কাটবে ম্যানইউর। প্রিমিয়ার লিগে খেলবে ৫টি ম্যাচ, যেখানে টেবিলের চারে রয়েছে তারা। এ ছাড়া ইউরোপার মঞ্চে বার্সেলোনার মুখোমুখিও হবে টেন হ্যাগের দল। আগামী ১৬ ফেব্রুয়ারি শেষ ষোলোর প্রথম লেগ গড়াবে ক্যাম্প ন্যুতে। ২৪ ফেব্রুয়ারি ওল্ড ট্রাফোর্ডে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল।
টেন হ্যাগ ধাপে ধাপে এগিয়ে যাওয়ার পক্ষে, ‘ওয়েম্বলিতে গিয়ে নিউক্যাসলের মুখোমুখি হওয়াটা দারুণ। তারা দুর্দান্ত একটি দল। কিন্তু এটি এখনো অনেক দূরে। আমি শুধু সবাইকে বলেছি, আমরা প্রিমিয়ার লিগ এবং শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচের জন্য অপেক্ষা করছি। আমরা কাপকে কবর দিচ্ছি এবং সামনের সপ্তাহে মনোনিবেশ করছি।’
এসজি
