এমবাপ্পের চোট নিয়ে চিন্তিত নন গালতিয়ের
লিগ ওয়ানে জয়ের ধারায় ফিরেছে পিএসজি। বুধবার (১ জানুয়ারি) রাতে মপলিয়েরের মাঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে গোল করেছেন লিওনেল মেসি। তবে তাদের সেই জয় ছাপিয়ে আলোচনায় কিলিয়ান এমবাপ্পে। পেনাল্টি মিসের পর আঘাত পেয়ে পিএসজির দুঃশ্চিন্তা বাড়িয়েছেন ফরাসি ফরোয়ার্ড। যদিও এমবাপ্পের চোট নিয়ে চিন্তিত নন কোচ ক্রিস্টোফ গালতিয়ের।
ম্যাচের অষ্টম মিনিটে এমবাপ্পের পেনাল্টি শট রুখে দেন বেঞ্জামিন লেকমট। তবে মপলিয়ের গোলরক্ষকের ভুলে দ্বিতীয়বার শট নেওয়ার সুযোগ পান তিনি। দ্বিতীয় প্রচেষ্টায় লক্ষ্যভ্রষ্ট স্পষ্ট-কিক নেন বিশ্বকাপজয়ী তারকা। এরপর প্রথমার্ধের মাঝামাঝি সময়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়লে তাকে মাঠ থেকে তুলে নেন কোচ।
ম্যাচ শেষে এমবাপ্পের চোট প্রসঙ্গে গালতিয়ের বলেন, ‘সে হাঁটুর পেছনে বা উরুর পেছনে ব্যথা পেয়েছে। বিষয়টি আমরা দেখব। আমি খুব চিন্তিত নই। এটি ইনজুরি নাকি চামড়ায় কালশিটে দাগ পড়েছে, আমরা এখনো জানি না। যেহেতু সামনে ব্যস্ত সূচি তাই আমার তাকে নিয়ে খুব ঝুঁকি নিতে চাইনি। তবে এটা তেমন গুরুতর মনে হচ্ছে না।’
সপ্তাহখানেক বাদেই কঠিন পরীক্ষা অপেক্ষা করছে পিএসজির জন্য। আগামী ১৪ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বায়ার্ন মিউনিখকে আতিথেয়তা দেবে তারা। জার্মানিতে ফিরতি লেগ খেলবে ৮ মার্চ। যেহেতু গত বছর এই মঞ্চে শেষ ষোলোতে বিদায় নেয় প্যারিসের ক্লাবটি, তাই এ যাত্রায় সর্বোচ্চ সর্তক থাকছে তারা।
কঠিন ম্যাচের আগে শুধু এমবাপ্পে চোট পাননি, মপলিয়েরের বিপক্ষে আঘাত পেয়েছেন ডিফেন্ডার সার্জিও রামোস। এই ম্যাচ শুরুর আগেই চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন নেইমার। এক কথায়, গুরুত্বপূর্ণ সময়ে ইনজুরির হানায় অস্থিরতা বাড়ছে পিএসজি শিবিরে।
তবে শান্ত থাকছেন গালতিয়ের। নেইমারের চোট নিয়ে কোনো আপডেট না দিলেও রামোস প্রসঙ্গে আশার বাণী শুনিয়েছেন তিনি, ‘ধাক্কা খাওয়ায় রামোস আঘাত পেয়েছে। তবে আপাতত দৃষ্টিতে এটি গুরুতর কিছু নয়।’
এসজি