চারে চার জয় বার্সেলোনার

লা লিগায় জয়ের রথেই বার্সেলোনা। ঘরোয়া শীর্ষ লিগে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। তাদের সর্বশেষ শিকার রিয়াল বেটিস। প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে জিতেছে জাভি হার্নান্দেজের শিষ্যরা।
গতকাল রাতে বার্সার জয়ের ব্যবধানটা আরও বড় হতে পারত। কিন্তু সেটা হতে দেননি রুই সিলভা। বেটিস গোলরক্ষকের বীরত্বে কপাল পুড়ে পেদ্রির। তরুণ এই তারকার দারুণ তিনটি আক্রমণ রুখে দেন রুই। কিন্তু রাফিনহাকে থামাতে পারেননি তিনি।
দ্বিতীয়ার্ধে (৬৫ মিনিটে) আলেহান্দ্রো বালডের ক্রস থেকে লক্ষ্যভেদ করেন রাফিনহা। ৮০ মিনিটে লেভানদোভস্কি-আরাউহোর কেমিস্ট্রিতে দ্বিগুন হয় বার্সার ব্যবধান। এ নিয়ে মৌসুমে ১৪তম লিগ গোল করলেন লেভানদোভস্কি। লা লিগায় এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা পোলিশ এই স্ট্রাইকার।
দুই গোলে এগিয়ে থাকা বার্সা একটি গোল হজম করে জুলস কৌন্দের ভুলে। দলের জাল অক্ষত রাখার চেষ্টায় ভুলে তাতে কাঁপন ধরান তিনি। তবে তার এই ভুলের চড়া মূল্য দিতে হয়নি অতিথিদের। ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে জাভির শিষ্যরা। ম্যাচের শেষ বাঁশি বাজার পরক্ষণেই লাল কার্ড দেখেন উইলিয়াম কারভালহো। রেফারির সঙ্গে বিতর্কে জড়ানোয় এই শাস্তি পেতে হয় বেটিস মিডফিল্ডারকে।
আরও একটি জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান পয়েন্ট ব্যবধান বাড়িয়েছে বার্সা। ১৯ ম্যাচে ৫০ পয়েন্টে টেবিলের শীর্ষস্থান আগলে রেখেছে তারা। ৮ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে আজ রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল তাদের ১৯তম লিগ ম্যাচে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ পাচ্ছে।
এসআইএইচ
