ব্যস্ত সূচিতে বিরক্ত আনচেলত্তি বললেন, সবাই খেলাতে চায়

প্রস্তুত থাকো, আসছে ব্যস্ত সূচি। ছেলেদের এমনটা বলতেই হচ্ছে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির। যা তার মোটেও ভালো লাগছে না। তবুও পেশাদার জায়গায় দাঁড়িয়ে তাকেও হতে হচ্ছে নিষ্ঠুর। একইসঙ্গে ক্ষোভ প্রকাশ করলেন তিনি। ব্যস্ত সূচিতে বিরক্ত আনচেলত্তি বললেন, সবাই খেলাতে চায়, আমাদের একটা দিন বিশ্রামও নিতে দেবে না।
আসন্ন সপ্তাহগুলোতে একাধিক মঞ্চে লড়তে হবে রিয়ালকে: ক্লাব বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স লিগের নকআউটপর্বে, কোপা দেল রেতে সেমিফাইনালে এবং লা লিগায় শিরোপা ধরে রাখার মিশনে। তাই ভবিষ্যতে খেলোয়াড়দের কথা ভাবার অনুরোধ করলেন রিয়াল বস আনচেলত্তি।
আগামীকাল (২ ফেব্রুয়ারি) রাতে লিগ ম্যাচে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তার আগে, বুধবার (১ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে হাজির হয়ে আনচেলত্তি বলেন, ‘আমরা কোনো টুর্নামেন্টকে দূরে সরিয়ে রাখতে পারি না, সবগুলোতে খুব কাছাকাছি আছি।’
রিয়াল কোচ যোগ করেন, ‘ম্যাচে সূচিটা অসাধারণ, এটা থামেই না। লা লিগা তার ভাগ চায়, ফিফা তার ভাগ চায়, উয়েফা তার ভাগ চায়, স্প্যানিশ এফএ তার ভাগ চায়... তারা আমাদের বিশ্রামের জন্য একটি দিনও দেবে না। আমি যখন বিশ্রামের দিন পাই তখন আমি বিরক্ত হই। আর খেলোয়াড়রা ক্লান্ত হয়ে পড়ে।’
আনচেলত্তি আরও বলেন, ‘আমরা সব সময় প্রতিটি শিরোপা জন্য লড়াই করতে উন্মুখ, কিন্তু আমরা আমাদের সীমা ছাড়িয়ে যাচ্ছি ঠাসা সূচির কারণে। আমাদের এমন পরিস্থিতি এড়াতে কিছু একটা করতে হবে।’
এসজি
