ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড খরচ প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর

শেষ হলো জানুয়ারির ট্রান্সফার উইন্ডো। শীতকালীন দলবদলে সর্বোচ্চ ১ বিলিয়ন মার্কিন ডলার (৮১৫ মিলিয়ন পাউন্ড) খরচ করার রেকর্ড গড়েছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো।
বুধবার (১ ফেব্রুয়ারি) ডেয়লটের স্পোর্টস বিজনেস গ্রুপের এক বিশ্লেষণ থেকে এ তথ্য জানা গেছে।
চেলসির কারণেই হয়েছে এ রেকর্ড। মোট খরচের ৩৭ শতাংশ করেছে ব্লুজরা। ওই বিশ্লেষণে বলা হয়েছে, ট্রান্সফার উইন্ডোতে বুন্দেসলিগা, লা লিগা, সিরি’আ এবং লিগ ওয়ানের ক্লাবগুলো মিলে যে খরচ করেছে, তার চেয়ে বেশি পরিমাণ অর্থ ব্যয় করেছে চেলসি।
মালিকানা বদলের পর লন্ডনের ক্লাবটি চলতি মৌসুমে ভালো অবস্থানে নেই। ইংল্যান্ডের টপ-ফ্লাইটে তাদের অবস্থান টেবিলের ১০ নম্বরে। ঘুরে দাঁড়াতে মরিয়া চেলসি আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে পেতে খরচ করেছে রেকর্ড ১০৬.৮ মিলিয়ন পাউন্ড।
শীতকালীন উইন্ডোতে প্রিমিয়ার লিগ ক্লাবগুলো খরচ ২০২২ জানুয়ারির তুলনায় প্রায় তিনগুন বেশি ছিল। ২০২২-২৩ উইন্ডোতে তারা খেলোয়াড় স্থানান্তরের জন্য ২.৮ বিলিয়ন পাউন্ড খরচ করেছে, যা ২০১৭-১৮ মৌসুমে ১.৯ বিলিয়ন পাউন্ড খরচের রেকর্ড ভেঙে দিয়েছে।
সবশেষ উইন্ডোতে ইংলিশ ক্লাবগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ অর্থ খরচ করেছে বোর্নমাউথ, যারা প্রিমিয়ার লিগ থেকে অবনমনের শঙ্কায় রয়েছে।
আরএ/
