পেলেকে স্টেডিয়াম উৎসর্গ কেপ ভের্দের

কেপ ভের্দের আয়তন ৪ হাজার বর্গ কিলোমিটারের একটু বেশি। জনসংখ্যা ৬ লাখের নিচে। আফ্রিকার ছোট এই দেশটি বড় এক সিদ্ধান্ত জানাল। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনোর আহ্বানের পর প্রথম দেশ হিসেবে পেলের নামে নিজেদের জাতীয় স্টেডিয়াম উৎসর্গ করেছে কেপ ভের্দে।
২৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেন পেলে। ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলারে অন্ত্যেষ্টিক্রিয়ায় হাজির হয়ে ইনফ্যান্তিনো জানান, সব দেশে একটি স্টেডিয়ামের নাম পেলের নামে রাখার অনুরোধ করবে ফিফা। বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সর্বোচ্চ অভিভাবকের সেই আহ্বানে সাড়া দিয়েছেন কেপ ভের্দের প্রধানমন্ত্রী উলিসেস কোহেই ই সিলভা।
ফেসবুকে এক পোস্টে দেশটির সরকার প্রধান বলেছেন, ‘১৫ হাজার আসন বিশিষ্ট স্টেডিয়াম, যা কেপ ভের্দের জাতীয় ফুটবল দলের ম্যাচ আয়োজন করে, সেটিকে প্রাক্তন নিউ ইয়র্ক কসমস খেলোয়াড়ের সম্মানে ‘পেলে স্টেডিয়াম’ বলা হবে। আমি আমাদের জাতীয় স্টেডিয়ামকে ‘পেলে স্টেডিয়াম’ হিসাবে নামকরণ করার অভিপ্রায় প্রকাশ করি।’
কেপ ভের্দের রাজধানী প্রাইয়ায় অবস্থিত স্টেডিয়ামটি, যা এতদিন পরিচিত ছিল নাসিওনাল দে কাবো ভের্দে নামে। কোহেই ই সিলভার বিশ্বাস, তাদের মতোই সিদ্ধান্ত নেবে আরও অনেক দেশ, ‘আমি বিশ্বাস করি, বিশ্বের বিভিন্নি দেশ আমাদের অনূসরণ করবে।’
এমএমএ/
