ফ্রান্সে মেসিকে ‘গার্ড অব অনার’

বার্সেলোনা লিওনেল মেসিকে ভালোবেসে গ্রহণ করেছিল ফরাসিরা। সেই ফরাসিদের হৃদয় ভেঙেই বিশ্বকাপ জয়ের নেশায় মাতেন আর্জেন্টাইন জাদুকর।
এবার ফ্রান্সে ফিরে কোচ ও সতীর্থদের ‘গার্ড অব অনার’ পেলেন মেসি। প্যারিসে পিএসজি ফুটবলারদের সেই মিলনমেলায় ছিলেন না কিলিয়ান এমবাপ্পে।
কাতারে ক্যারিয়ারের সেরা সাফল্য পাওয়ার মেসিকে ১০ দিনের ছুটি দেয় তার ক্লাব পিএসজি। সেই ছুটি শেষে বুধবার প্রথমদিনের মতো ক্লাবের অনুশীলনে যোগ দেন ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতে ফরাসি কাপের মঞ্চে তাকে নিয়েই খেলতে নামবে পিএসজি।
মূল লড়াইয়ে নামার আগে মেসির প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখার চেষ্টায় ত্রুটি রাখেননি কোচ ও সতীর্থরা। ট্রেনিং গ্রাউন্ডে প্রবেশদ্বারে দুই লাইনে সারিবদ্ধভাবে দাড়িয়ে বিশ্বকাপজয়ী তারকাকে ‘গার্ড অব অনার’ দেন তারা। ড্রেসিংরুমেও মেসিকে স্বাগত জানান নেইমার।
মেসির ফেরার মুহূর্তে প্যারিসে দেখা যায়নি এমবাপ্পেকে। এল ইকুইপ জানিয়েছে এ তথ্য। তবে কি কারণে নেই অনুপস্থিতি ফরাসি তারকা বা কোথায় আছেন, এমন কোনো তথ্য জানাতে পারেনি সংবাদ মাধ্যমটি।
এমএমএ/
