সৌদিকে বদলে দিতেই আল নাসেরে রোনালদো

আজকের মার্কিন ফুটবলে বড় অবদান ডেভিড বেকহামের। ক্যারিয়ারের শেষপ্রান্তে মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেন সাবেক ইংলিশ কিংবদন্তি ফুটবলার। তার আগমনে বদলে যায় এমএলএসের ভাগ্য, যার সামগ্রিক প্রভাব পড়ে মার্কিন ফুটবলে। এবার সৌদির ফুটবলকে বদলে দিতে আল নাসেরে ক্রিশ্চিয়ানো রোনালদো।
আড়াই বছরের চুক্তিতে মধ্যপ্রাচ্যের দেশে তরী ভিড়িয়েছেন পর্তুগিজ যুবরাজ। নতুন তারকাকে ভক্তদের সঙ্গে পরিচয় করে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। গতকাল (৩ জানুয়ারি) হোম গ্রাউন্ড মিসুল পার্কে দর্শকভর্তি গ্যালারির সামনে ভালোবাসায় সিক্ত হোন রোনালদো। সেই মঞ্চে উচ্চস্বর ছিল ৩৭ বছর বয়সী ফরোয়ার্ডের। বড় মুখ করেই বলেছেন, সৌদিকে ভিন্ন একটি দৃষ্টিভঙ্গি দিতে চান তিনি।
রোনালদোর ভাষ্য ছিল ঠিক এমন, ‘ফুটবলে আমার জীবনের এই বড় সিদ্ধান্ত নিতে পেরে আমি গর্বিত। ইউরোপে আমি সব জিতেছি। বিশ্বের গুরুত্বপূর্ণ ক্লাবের হয়ে খেলেছি। এখন আমার জন্য এশিয়ায় এটি একটি নতুন চ্যালেঞ্জ। আমি কৃতজ্ঞ যে আল নাসের আমাকে শুধুমাত্র ফুটবলের জন্য নয়, তরুণ ও নারী প্রজন্মকে দেখানোর এবং বিকাশ করার সুযোগ দিয়েছে।’
পর্তুগিজ যুবরাজ যোগ করেন, ‘আমি আগেই বলেছি, এটা শুধু ফুটবল নয়, নতুন প্রজন্মের মানসিকতা পরিবর্তনেরও একটি বড় সুযোগ। আমি জানি আমি কী চাই। এটাও জানি যে আমি কী চাই না। আমি দেশটিকে, ফুটবলে, সর্বোপরি প্রত্যেককে একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি দিতে চাই। তাই আমি এই সুযোগটি নিয়েছি। আমি সত্যিই গর্বিত নতুন এই চ্যালেঞ্জ নিতে পেরে।’
স্বাভাবিকভাবেই ইউরোপের সেরা ফুটবলারের এমন দলবদল মেনে নিতে পারেনি অনেকে। অনেকে আবার বলছেন যে কোথাও সুযোগ না পেয়েই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে। সমালোচকদের এমন সমালোচনার জবাবে রোনালদো বলেছেন, ‘কেউ জানে না, তবে আমি এখন বলতে পারি, ইউরোপে, ব্রাজিলের অনেক ক্লাব, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রে আমার অনেক সুযোগ ছিল।’
রোনালদো আরও বলেন, ‘পর্তুগালে অনেক ক্লাব আমাকে চুক্তিবদ্ধ করার চেষ্টা করেছিল। কিন্তু আমি এই ক্লাবকে কথা দিয়েছিলাম। ফুটবল এখন বদলে গেছে। সৌদিতে আসা আমার ক্যারিয়ারের শেষ নয়। সত্যি বলতে, লোকেরা কী বলে তা আমি সত্যিই চিন্তা করি না। আমি আমার সিদ্ধান্ত নিয়েছি এবং এটা পরিবর্তন করার দায়িত্ব আমার আছে। কিন্তু আমি এখানে এসে সত্যিই খুব খুশি।’
সব ছাপিয়ে বর্তমান উপভোগ করতেই মুখিয়ে আছেন পর্তুগিজ তারকা, ‘আমি জানি, এখানকার লিগ খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। লোকেরা এটা জানে না, কিন্তু আমি জানি। কারণ আমি অনেক ম্যাচ দেখেছি। আমি এখন ম্যাচের জন্য অপেক্ষা করছি। আমি খেলতে এবং এখানকার ফুটবল ও মানুষকে উপভোগ করতে প্রস্তুত।’
নতুন লিগে একই কাজ করতে চান রোনালদো। যেমনটা করে এসেছেন ইউরোপে। রোনালদো বলেছেন, ‘আমি একজন অনন্য খেলোয়াড়, তাই এখানে আসা ভালো। আমি ইউরোপে সব রেকর্ড ভেঙেছি, এখানেও কিছু রেকর্ড ভাঙতে চাই। আমি এখানে জিততে, খেলতে, উপভোগ করতে, দেশ ও দেশের সংস্কৃতির সাফল্যের অংশ হতে এসেছি।’
এসজি
