‘মেসি আর্জেন্টিনার ৯৯.৯ শতাংশ’
ক্যারিয়ারের ১০০০তম ম্যাচে আলো ছড়িয়েছেন লিওনেল মেসি। তার গোল এবং দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। খুদেরাজের প্রশংসা করতে গিয়ে এমিলিয়ানো মার্টিনেজ বললেন, ‘মেসি আর্জেন্টিনার ৯৯.৯ শতাংশ।’
শনিবার (৩ ডিসেম্বর) মাইলফলক স্পর্শের রাতে দলের গোলের খাতা খুলেন মেসি। অস্ট্রেলিয়ার বিপক্ষে একাধিক সুযোগ গড়ে দেন আর্জেন্টাইন সুপারস্টার, কিন্তু সতীর্থদের ব্যর্থতায় তার সেই প্রচেষ্টাগুলো বৃথা যায়। তবে ২-১ গোলে জয়ের ম্যাচে ম্যাচসেরা হয়েছেন ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড।
মেসির বিধ্বংসী পারফরম্যান্সের পর তার প্রশংসায় মাতেন গোলরক্ষক মার্টিনেজ, ‘লিও (মেসি) দলের ৯৯.৯ শতাংশ। আমরা বাকি ১ শতাংশ, যারা তাকে সাহায্য করার চেষ্টা করি যখন কিছু কাজ তার পক্ষে যায় না। আমরা ধাপে ধাপে এগুচ্ছি। আমাদের বিশ্বের সেরা খেলোয়াড় আছে এবং আমরা শেষ পর্যন্ত লড়াই করতে যাচ্ছি।’
এ নিয়ে কোনো সন্দেহ নেই যে আর্জেন্টিনার জয়ে মূল ভূমিকা ছিল মেসির। তবে মার্টিনেজও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ম্যাচের ইনজুরি সময়ে অ্যাস্টন ভিলার গোলরক্ষকের বীরত্বে বড় বাঁচা বেঁচে যায় আর্জেন্টাইনরা।
এসজি